আপনজন ডেস্ক: তৃতীয় দফার ভোট আজ। তৃতীয় দফায় যে ৩১ আসনে বোট হবে তার মধ্যে সবচেয়ে বেশি দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলায় ১৬টি কেন্দ্রে ভোট আজ মঙ্গলবার। তার আগে ভাঙড়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে মানুষের মন জয় করারর চেষ্টা করলেন মমতা। ভাঙড়ে মঙ্গলবার মমতা নির্বাচনী সভায় ভাঙড়ে হাসপাতাল গড়া থেকে শুরু করে, প্রতিটি বাড়িতে আর্সেনিক মুক্ত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন।
মমতা জানান, রেজ্জাক মোল্লা নিজে জানিয়েছেন বয়সের কারণে দাাঁড়াতে চান না। বলেছেন অন্য কাউকে দাঁড় করাতে। রেজাউল করিমকে প্রার্থী করেছি। ভাঙড়ে দীর্ধদিন ধরে হাসপাতাল করব বলে চেষ্টা করেছি। টেন্ডারও হল। কিন্তু যে টেন্ডার নিল সে পালিয়ে গেল। জমি ঘেরা আছে। রেজাউলকে বলেছি কোঅর্ডিনেট করতে। হাসপাতাল করার ব্যাপারটা দেখতে বলেছিল। বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। তা মিটে গিয়েছে। আশাকরি গ্রামবাসী সন্তুষ্ট যা ক্ষতিপূরণ দিয়েছি। ৬০ শতাংশ কাজ হয়েছে ৪০ শতাংশ কাজ বাকি আছে। প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আর্সেনিক মুক্ত পানীয় জল পৌঁছে দেব। বানতলায় দু আড়াই লক্ষ চাকরি হয়েছে। আরও চাকরি হবে।
আড়াইশো মাদ্রাসা রেকগনাইজ করেছি। আরও আড়াইশো মাদ্রাসাকে রেকগনাইজ করা হবে। বিজেপি উত্তরপ্রদেশে, দিল্লিতে, রাজস্থানে দাঙ্গা করেছে। এনপিআর করেছে সব রাজ্যে। কিন্তু এ রাজ্যে এনপিআর করতে দেইনি। বিজেপিকে হঠাতে হবে। হিন্দু মুসলিম ভাগাভাগি করা চলবে না। আমি হিন্দু ঘরের মেয়ে হয়েও রোজ লা ইলাহা ইল্লাল্লাহু বলি।
মমতা বলেন, বিজেপির তিনটি বন্ধু আছে। একটা সিপিএম, একটা কংগ্রেস আর একটা জুটেছে। জীবনে কাউকে দেখেনি। কোথা থেকে এসে সংখ্যালঘু নেতা হয়ে গেল। নেতা নয় ন্যাতা। সাম্প্রদায়িক বক্তৃতা দিচ্ছে। ওর ভোট পাওয়া মানে বিজেপির ভোট পাওয়া। একটাও ভোট দেবেন না। ফুরফুরায় কিছু মিরজাফর আছে। সম্মান করি ফুরফুরা শরীফকে। ত্বহা সিদ্দিকী রা আমাকে সমর্থন করছেন। তাই ওদেরকে একটাও ভোট নয়।
অন্যদিকে, নন্দীগ্রামে দ্বিতীয় দফার নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমুল অভিযোগ তুলেছিল তাদের এজেন্টদের জোর করে বসতে দেয়নি। সেকথা স্মরণ করে দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের প্রতি সতর্কবাণী দিলেন, বুথে যেন শক্ত সামর্থ্য তথা মনের জোরের এজেন্ট দেওয়া হয়। যদি কোনও এজেন্ট দূর্বল হন, তাহলে তাঁকে বলে দিন, তাঁর এজেন্ট হওয়ার দরকার নেই। নন্দীগ্রামে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। কাপুরুষদের এজেন্ট করার দরকার নেই। তেমন দরকার হলে মেয়েদের এজেন্ট করে দিন। পুলিশ অত্যাচার করলে ভিডিয়ো তুলে ভাইরাল করে দিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct