জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: ঝালদা শহরের দীর্ঘদিনের একেবারে অন্যতম সমস্যা হল যানজট। আর এই যানজটকে নিয়ে বারে বার কলম ধরেছেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা।
এবার শুধুই সময়ের অপেক্ষা মাত্র, প্রশাসন সূত্রে অন্তত এমনটাই ইঙ্গিত। জানা যায় ভোট মিটলেই ঝালদা শহরে গড়ে তোলা হবে নতুন বাস স্ট্যান্ড। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে খবর ,ভোটের নির্ঘণ্ট পড়ার আগেই ঝালদা রাঁচি রাজ্য সড়কের ঝালদা বিরসা মোড়ের কাছে প্রায় তিন একর জমি পুরুলিয়া জেলা শাসকের তরফে রাজ্য পরিবহণ দপ্তরের কাছে তুলে ধরা হয়েছে। এবিষয়ে জানার জন্য ঝালদা মহকুমা শাসক সুবর্ণ রায় কে ফোন করা হলে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। প্রসঙ্গত প্রাচীন এই ঝালদা পৌর শহরে নিয়মিতই যানজটের শিকারে পড়তে হয় সাধারণ মানুষ থেকে অ্যাম্বুলেন্সকেও এমনকি বাদ পড়ে না নিত্য পায়ে হাটা যাত্রীরাও। তবে যে শুধুই রাঁচি থেকে বর্ধমান দুর্গাপুর আবার ঝালদা থেকে কলকাতা এবং শিলিগুড়ি বা পুরুলিয়া যাওয়ার বাস গুলো নিত্যদিন ঝালদা শহরের বুকে অস্থায়ী বাসস্ট্যান্ডে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণেই যানজোটের সৃষ্টি হয় তা পুরোপুরি নয়। অনেক সময় লক্ষ্য করা যায় বড় বড় ট্র্যাক ঢুকে পড়লেও কিন্তু লেগে যায় যানজট। অন্যদিকে শহরের ছোট বড় অনেক হকারদের দখলদারির পাশাপাশি কোন ট্রাফিক নিময় নীতি না মেনে অবাধে টোটো গুলোর আনাগোনার কারণেও কিন্তু ক্ষনিকের মধ্যেই লেগে যায় যানজোট। আর এই লেগে যাওয়া যানজোট তুলতে খুব স্বাভাবিক ভাবেই হিমশিম খেতে হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে।
এই বিষয়ে ঝালদা পৌরসভার প্রাক্তন পৌর প্রধান প্রদীপ কর্মকার বলেন, আমি ঝালদা পৌরসভার পৌর প্রধান থাকাকালীন অনেক চেষ্টাই করেছি কিন্তু সঠিক পরিমাণে জায়গা না পাওয়ার কারণে তেমন কিছু করা যায় নি। যাক ঝালদা শহর পাচ্ছে খুব শীঘ্রই একটি নতুন বাস স্ট্যান্ড। প্রশাসনের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাই। আমার মনে হয় স্কুল কলেজে যাওয়া ছাত্রছাত্রীসহ নিত্য যাত্রীর পাশাপাশি অ্যাম্বুলেন্স গুলোকেও আর ঝালদা শহরে যানজোটের কবলে পড়ে শিকার হতে হবে না। যা ঝালদাবাসীর জন্য খুবেই খুশির খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct