কুতুবউদ্দিন মোল্লা, তিলপি: দক্ষিণ ২৪ পরগনার ধোসা চন্দনেশ্বর অঞ্চলের বেশ কয়েক মাস ধরে এলাকার বিভিন্ন টিউবওয়েল খারাপ হয়ে পড়ে আছে।
ফলে, এই গরমে পানীয় জলের তীব্র সঙ্কটে ভুগছেন গ্লাআমবাসীরা। কার বিশিষ্ট ব্যক্তিদের ও পঞ্চায়েতকে জানিয়ে সুরাহা হয়নি বলে জানাচ্ছেন এলাকার মানুষজন। তাই এমনটি কথা মাথায় রেখে এগিয়ে এল তিলপী যুববীণা স্পোর্টিং ক্লাব। তিলপি, শ্যামনগর এলাকার বিভিন্ন ঘুরে দেখেন তিলপি যুববীণা স্পোর্টিং ক্লাবের কয়েকজন সদস্য। তারা দেখার পরে আশ্বাস দেন খারাপ হওয়া টিউবওয়েলগুলি সারিয়ে দেওয়া হবে। এরপর চারটি টিউবওয়েল সারাবার জন্য উদ্যোগ নেন তিলপি যুববীণা স্পোর্টিং ক্লাবের কর্ণধার মোজাম্মেল মোল্লা।
এছাড়া তিনি বলেন, আমরা আজ মানুষের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছিল। শ্যামনগর গ্রামের বাসিন্দা গঙ্গা শিকারি, কাশীনাথ শিকারি, শৈলেন সরদার বলেন, তিলপী যুববাণী স্পোর্টিং ক্লাব সর্বপ্রথম এই এলাকায় বিভিন্ন স্থান থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। তাই আমরা যোগাযোগ করি তিলপি যুববীণা স্পোর্টিং ক্লাবের কর্ণধারের সাথে। তারা শুনে আমাদেরকে আশ্বাস দেন এই কাজটি করার চেষ্টা করব। তারপর তারা এসে আমাদের গ্রামের টিউবওয়েল সারিয়ে দিয়েছে। তাদের এই সামাজিক কাজের জন্য সাবাব জানাই।
এ ব্যাপারে তিলপি যুববীণা স্পোর্টিং ক্লাবের তরফে বলা ঞয়, আগামী দিন মানুষের পাশে থেকে আমরা কাজ করেযেতে চাই। তাই আমাদের সাথে আপনারা সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
ক্লাবের সেক্রেটারি মোজাম্মেল মোল্লা বলেন, বিগত ৬ মাস ধরে আমরা মানুষের পাশে থেকে সাহায্য করে চলেছি। আগামী দিন আমরাই সাহায্য করতে চাই মানুষের জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct