সুলেখা নাজনীন: মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার ভোট। তৃতীয় দফার নির্বাচনে মোট ২০৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১টি আসনে। এই ৩১টি আসনে মধ্যে ১৬টি দক্ষিণ ২৪ পরগনায়, ৭টি হাওড়ায় আর আটটি হুগলি জেলায়। আর তৃতীয় দফার নির্বাচনে অশান্তি এড়াতে ৬০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সূত্রের খবর, শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনাতেই থাকছে ৩০৭ কোম্পানি। এর মধ্যে বারুইপুর পুলিশ জেলায় ১৩০ কোম্পানি, ডায়মন্ডহারবার পুলিশ জেলায় ১১৩ কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় ৬৪ কোম্পানি। এছাড়া, হাওড়াতেও ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। তার মধ্যে ১৩২ কোম্পানি থাকছে হাওড়া গ্রামীণে ও হাওড়া কমিশনারেটে থাকছে ১১ কোম্পানি। হুগলি গ্রামীণে থাকছে ১৬৭ কোম্পানি বাহিনী।
তৃতীয় দফায় যে সকল বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে সেগুলি তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। তাই তৃণমূরের কাছে একটা বড় চ্যালেঞ্জ তাদের গড় রক্সা করতে কতটা সক্ষম। অন্যদিকে, তৃতীয় দফার নির্বাচনে কান্তি গাঙ্গুলি থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা এমনকী বিতর্কিত তৃণমূল নেতা সওকত মোল্লা ও ডা. নির্মল মাজির ভাগ্য নির্ধারণ হবে। এছাড়া, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া ডায়মন্ডহারবারের প্রার্থী দীপক হালদার তার বিধায়ক পদ ধরে রাখতে পারেন কিনা সেটা দেখার।
উল্লেখ্য, তৃতীয় দফায় যে ২০৫জন লড়ছেন তাদের মধ্যে ৫৩জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। তবে অর্থের বিচারে ৩৩ জন প্রার্থীই কিন্তু কোটিপতি। আর প্রার্থীদের মোট সম্পদের পরিমাণ ৭৮.৫৬ লক্ষ। এই ৩১টি যে ২০৫ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন তাদের মধ্যে সবচেয়ে ধনী প্রার্থী মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সামসুল হুদা লস্কর।
নির্বাচন কমিশনে পেশ করা তথ্য অনুযায়ী জানা যাচ্ছে তার সম্পত্তির পরিমাণ ৪৩ কোটি ২ লক্ষ ৫০ হাজার ৩৬৫ টাকা। তার পরেই রযেছেন বিজেপির রাজ্য সভার সাংসদ তথা হুগলির তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। তার সম্পত্তির পরিমাণ ৬ কোটি ৬৯ লক্ষ ৩১ হাজার ৫৯০ টাকা বেশি। আর তৃতীয় স্থানে রযেছেন কুলতলির তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডল। তার সম্পত্তির পরিমাণ ৬ কোটি ৩৩ লক্ষ ১ হাজার ৩৮৩ টাকা।
তবে, তৃতীয় দফায় যে ২০৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে ২৬জন মুসলিম প্রার্থী। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনজন, সিপিএমের তিনজন, ফরওয়ার্ড ব্লকের একজন, কংগ্রেসের একজন, আইএসএফের ৬জন, এসইউসিআইয়ের তিনজন, বহুজন সমাজপার্টির একজন ও আটজন নির্দলের। ফলে দেখা যাচ্ছে তৃতীয় দফার ভোটে মুসলিম প্রার্থীদের মধ্যে সবচেযে বেশি হল পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল আইএসএফের।
২৬ জন মুসলিম প্রার্থীর মধ্যে ৬জন কোটিপতি। মুসলিম প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সামসুল হুদা লস্করের সম্পত্তি ৪৩ কোটি টাকা পেরলেও বাকি মুসলিম প্রার্থীদের সম্পত্তি তিন কোটির গন্ডি পেরায়নি। সামসুল হুদা লস্করের পরে সবচেয়ে সম্পত্তি হাওড়ার উলুবেড়িয়া দক্ষিণের ফরওয়ার্ড ব্লক প্রার্থী সেখ কুতুবউদ্দিন আহমেদের। তার সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৪৮ লক্ষ ৪৪ হাজার ২৯৫ টাকা। এছাড়া, ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী সওকাত মোল্লার সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৬ লক্ষ ৫২ হাজার ১৮৮ টাকা। আর কোটিপতি প্রার্থীর তালিকায় রয়েছেন আইএসএফের একজন। তিনি হলেন হুগলির জাঙ্গিপাড়ার প্রার্থী সেখ মইনুদ্দিন। তার সম্পত্তির পরিমাণ ১কোটি ৭ লক্ষ ৯৪ হাজার ৫ টাকা।
শিক্ষাগত দিক দিয়ে তৃতীয় দফার সবচেয়ে ধনী প্রার্থী সামসুল হুদা লস্কর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞানে এমএসসি। আইএসএফের জাঙ্গিপাড়ার কোটিপতি প্রার্থী সেখ মইনুদ্দিন অবশ্য মাত্র চতুর্থ ম্রেণি পাশ। তবে, জগৎবল্লভপুরের আইএসএফ প্রার্থী সাবির আহমেদ বিএ, এলএলবি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct