ফৈয়াজ আহমেদ: মহামারীর মধ্যেও গত বছর যুক্তরাষ্ট্রে ৬ শতাধিক গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ২২৩ জন। আরো ২৪ হাজার আমেরিকান মারা গেছেন বন্দুকের গুলিতে, যার অধিকাংশই আত্মহত্যা ছিল। গান ভায়োলেন্স আর্কাইভের রিপোর্টে এ খবর প্রকাশ করা হয়েছে।
আইন শৃঙ্খলা রক্ষাকারি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এ বছর ৩ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে নিহত হয়েছে মোট ১০ হাজার ৮১৬ জন। এরমধ্যে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে ৬ হাজার ১৩৮ জন। আর ঘাতকের বুলেটে প্রাণ কেড়েছে অবশিষ্ট ৪ হাজার ৬৭৮ জনের। এরমধ্যে শিশুর সংখ্যা ৭৩। এসব ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন ৮ হাজার ৩১৯ আমেরিকান। আহতদের মধ্যে শিশুর সংখ্যা ১৪১। নির্বিচার গুলি বর্ষণের ঘটনা ঘটেছে ১২১টি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বন্দুকের গুলিতে মারা গেছে ১৫ হাজার ২০৮ জন। সে বছর নিজ আগ্নেয়াস্ত্রে কতজন আত্মহত্যা করেছে সে তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। তবে ২০১৮ সালে মারা গেছে মোট ২৪ হাজার ৪৩২ জন। ২০১৭ সালে এ সংখ্যা ছিল ২৩ হাজার ৮৫৪।
যুক্তরাষ্ট্রের সরকারি সূত্র জানায়, বন্দুকের গুলিতে নিহতের এ সংখ্যা ২০১৯ সালের তুলনায় ৩৩% বেশি। আর চলতি বছরের ৩ এপ্রিল পর্যন্ত নির্বিচার গুলি বর্ষণে নিহত হয়েছেন ২৭ জন। এরমধ্যে গত তিন সপ্তাহেই মারা গেছে ২২ জন। এরমধ্যে দুই পুলিশ অফিসারও রয়েছেন। অর্থাৎ দিন যত যাচ্ছে এক শ্রেণির মানুষ কর্তৃক অসহায় মানুষের জীবন কেড়ে নেওয়ার প্রবণতাও বেড়েই চলছে। এমনকি, এ বছর ভিকটিমের মধ্যে শিশুও রয়েছে। সুত্র: ওয়াশিংটন পোস্ট
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct