ওয়ারিস লস্কর, ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে তিন হালদারের লড়াই। ৬ এপ্রিল আমরা দেখতে চলেছি সেই লড়াই। তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন পান্নালাল হারদার, বিজেপি থেকে তৃণমূল ত্যাগী বিধায়ক দীপক হালদার আর এসইউসিআই প্রার্থী হয়েছেন মনোরমা হালদার। ফলে, তিন হালদোরের লড়াই বেশ জমে উঠেছে ডায়মন্ডহারবারে।
বামপন্থী সংগঠন এসইউসিআই কর্মী হলেন মনোরোমা হালদার। মানুষের কাছে তার প্রভাব প্রতিপত্তি বিস্তার হয়তো তেমন একটু হয়নি, কিন্তু তার জীবন ইতিহাস শুনলে মন ছুঁয়ে যাবে অধিকাংশ মানুষের।
ডায়মন্ড হারবার গুরুদাস নগরে এই মনোরম হালদারের জন্ম হয়। বাবা ছিলেন দিনমজুর অভাব ও দরিদ্রতার মধ্যে দিয়ে জীবনের পথ চলা। তার অদম্য ইচ্ছাশক্তির জোরে শিক্ষাজগতে পিছপা হননি। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে এমএ করেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। তার পাশাপাশি কবাডি ন্যাশনাল চ্যাম্পিয়ন হন রাজস্থানের জয়পুরে। রাজনৈতিক জীবনের আশা কলেজের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও-র মধ্যে দিয়ে। অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ তার পাশে পাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তিনি এসইউসিআইকে প্রতিবাদী দল হিসেবে একজন লড়াকু সৈনিক হিসেবে কাজ করতে পছন্দ করলেন নিঃস্বার্থভাবে। তার জীবনে কাজ বলতে মানুষের সুখ দুখে পাশে থাকা প্রতিনিয়ত। প্লাটফর্মে ঘুরে গণদাবি বিতরণের পাশাপাশি দু'হাত পেতে মানুষের কাছ দিয়ে টাকা তুলে বন্যা ও খরার মতো প্রকৃতির দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct