সজিবুল ইসলাম, ইসলামপুর: মুর্শিদাবাদ ইসলামপুরের দৌলতপুর গ্রামে আগুন লেগে ভস্মিভূত প্রায় ২০-২৫ টি বাড়িঘর সহ গৃহ পালিত গবাদি পশু। টানা ২ ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল এলাকা বাসি। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলে সূত্রের খবর।
কিভাবে আগুন লেগেছিল সেই ব্যাপারে কেউ তেমন অবগত নয়। তবে অনেকেরই ধারণা, বজ্রপাতের কারণে আগুন লেগে প্রায় ২০-২৫ টি বাড়ি ঘর সহ গৃহপালিত গবাদিপশু আগুন পড়ে ক্ষতিগ্রস্ত।
আবার অনেকেই ধারণা করছেন মাঠে গমের কাটি পড়ানোর জন্য আগুন দেওয়া হয়েছিল। আর ওই সময় হঠাৎ ঝড় শুরু হওয়ায় আগুন গ্রামের দিকে চলে যায়।
নিকটবর্তী দমকলে খবর দেওয়া হলে দুটি দমকল ইঞ্জিন এবং ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
পাশাপাশি আগুন লাগার খবর শুনতে পেয়ে ভোট প্রচারে ব্যস্ত থাকার পরেও ঘটনাস্থলে যায় রানীনগর বিধানসভায় তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন । পৌঁছে যান অসহায় মানুষের পাশে । গিয়ে সেই পরিবারদের পাশে সার্বিক ভাবে থাকার কথা দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct