আব্দুস সামাদ মণ্ডল, খানাকুল: প্রায় প্রতিটি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত মাহ সহ বিজেপির তুলোধনা করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, রবিবার হুগলির খানাকুল লাইব্রেরি মাঠে বিজেপিকে নিশানা করার সঙ্গে সঙ্গে রাজ্যের মানুষের শান্তির লক্ষ্যে বার্তা দিলেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় খানকুলের জনসভায় বললেন, তিনি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সাথে সমন্বয়মূলক বা মেলবন্ধনের কাজ করে থাকেন। তাই সবার জন্য সুরক্ষা ও শিক্ষার নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন।
মমতা বলেন, আমি হিন্দু ও মুসলমানদের সাথে একসাথে কাজ করছি। তাই আপনার সুরক্ষা, সমাজ, শিক্ষা এবং কর্মক্ষেত্র রক্ষা করা আমার দায়িত্ব।
মমতা বলেন, আমি সাম্প্রদায়িক দল করি না। হিন্দু মুসলমান সবাইকে নিয়ে কাজ করি। যখন ঘরে বাঘ তেড়ে আসে তখন আমরা হিন্দু মুসলিম দেখি না, সবাই একসঙ্গে বাঘটাকে মারতে যাই। যখন ঘরে বন্যার জল ঢোকে তখন সবাই একসঙ্গে বাঁচার চেষ্টা করি। হিন্দু মুসলমান একসঙ্গে বাঁচুন, ভাগাভাগি করবেন না।
অন্যান্য সভার মতো এখানেও গত ১০ বছরের রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আগামিদিনে ফের সরকার গঠন করলে কী কী করবেন তারও তালিকা শোনান মমতা ব্যানার্জি।
তিনি বলেন, রাজ্যে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, কাজ সবই বিনামূল্যে মিলছে। আগামিদিনে হাতখরচাও পাওয়া যাবে। অসমে এনআরসি করা নিয়ে মমতা বলেন, আপনারা কি ভুলে গেছেন অসমে বিজেপি ১৪ লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছে। তারা আসামে পুলিশকে দিয়ে ভোট করিয়েছে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে নাগরিকদের আতঙ্কিত করেছিল। বাংলায় সে চিন্তা করবেন না। কারণ আমি এখানে আছি।
অসমের বরাক উপত্যকায় দিল্লির পুলিশ ছাপ্পা মারলেও এখানে ভয় পাবেন না। এখানে আমি আছি। বাঘের বাচ্চা বসে আছি।
তৃণমূল নেত্রী উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, বিজেপিকে একটাও ভোট দেবেন না। সব ভোট জোড়া ফুলে দেবেন। পদ্মফুলকে ‘পচা ফুল’ আখ্যা দিয়ে মমতা বলেন, ওটা দাঙ্গার রক্ত। ওটায় কোনও ভোট দেবেন না।
একইসঙ্গে এদিন ফের একবার মমতা মুখে শোনা যায় ‘খেলা হবে’। মমতা বলেন, আমি সাঁতার কাটতে পারি, গাছে উঠতে পারি। পা ভাঙা তো কী হয়েছে, এখানকার সমস্ত মায়ের দুটো করে পা। সেটাই আমার পা। সেই পা দিয়েই খেলা হবে। বিজেপিকে খালি করতে হবে।” এদিনের সভা থেকে জনতার উদ্দেশ্যে একটি বলও ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি মুসলমানদের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জাাননোয় তার তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যখন বন্যা হয়, তখন আমরা কি দেখতে পাব যে কোনও হিন্দু বা মুসলমানের ঘরে জল প্রবেশ করছে? প্রতিটি ঘরে জল প্রবেশ করে। আমরা সকলে একসাথে থাকি, একসাথে খাই এবং একসাথে আমরা একে অপরের জীবন বাঁচাই।
তার আর্জি, তিনি হিন্দু মহিলা। হিন্দু ও মুসলমানদের একত্রে থাকতে, একসাথে লড়াই করতে বলেন। তাই হিন্দু মুসলিম বিভাজন থেকে দূরে থাকার আহ্বান জানান। এ বিষয়ে অতীতের কথা স্মরণ করে বলেন, একজন মুসলিম ব্যক্তি তাকে মারধর করেছিলেন। ওই ঘটনার জন্য দায়ী ছিল বামফ্রন্ট সরকার। আবার অন্য এক ঘটনায় একজন মুসলিম ব্যক্তি তার সামনে হাত রেখে মাথায় গুলি করা থেকে বাঁচিয়েছিলেন। তাই মমতা বলেন, মনে রাখবেন, সমাজে এভাবেই একে অপরকে বাঁচায়।
অন্যদিকে, বিজেপির বিরুদ্ধেও সোচ্চার হন তৃণমূল নেত্রী। তার অভিযোগ, বিজেপির তেল সংস্থাগুলিকে কেসরকারিকরণের নিন্দা করে বলেন, এর জন্য ফ্রি গ্যাস সরবরাহ করেছিল বিজেপি। এছাড়া, বিজেপি রেল, কয়লা, বিএসএনএল বন্ধ করছে, এলআইসিকে বেসরকারীকরণ করছে এবং ব্যাংকগুলি বন্ধ করে দিচ্ছে বলেও উল্লেখ করেন।
বিজেপিকে মমতা গোখরো সাপের সঙ্গে তুলনা করেন। এ প্রসঙ্গে বলেন, বিজেপি মানে গোখরো সাপ, গোখরো। খুব ডেঞ্জারাস। কাল কেউটে। যে পুষেছে সে বুঝেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct