মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: বার বার আন্তর্জাতিক স্তরে ভারতের মুখ উজ্জ্বল করছেন বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়ার ফারদুন আলি মিদ্দা ওরফে বাড়িস। তবে এবার চিত্রশিল্পী হিসাবে নয়, রাষ্ট্রসংঘ আয়োজিত বিতর্ক সভায় লিডারশিপের ভূমিকায় অংশগ্রহণ করে।
জানা গেছে, রাষ্ট্র সংঘের বিশেষজ্ঞ সংস্থা স্পেশাল পলিটিকাল অ্যান্ড ডি কলনাইজেসন কমিটি বা SPECPOl আফ্রিকার উপনিবেশবাদ মুক্তি এবং অত্যাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক মতামত চেয়ে বিতর্ক সভার আয়োজন করে। বিশ্বের ১৭৮ টি দেশের ২৯৮২১ জন ছাত্রছাত্রী বিতর্ক অংশগ্রহণ করতে চেয়ে ইন্টারভিউ দেন। সেখান থেকে মাত্র ৫৮টি দেশের প্রতিনিধি নির্বাচিত হয়। যার মধ্যে ভারতের বাড়িস ছাড়াও আরো দুই প্রতিনিধি রয়েছেন।
গত ২৬ মার্চ থেকে শুরু হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিতর্কসভা। মূলত দক্ষিণ আফ্রিকা অনুন্নত দেশগুলোর আর্থসামাজিক উন্নয়ন ও সিরিয়ার যুদ্ধ বিধস্ত অবস্থার উন্নয়ন নিয়ে মতামত চাওয়া হয়। ফারদুন সিরিয়ার প্রতিনিধি হিসেবে তার টিমকে নিয়ে নেতৃত্ব দিয়ে বিতর্ক চালিয়ে যান। শেষমেষ সিরিয়ার আর্থসামাজিক উন্নয়ন নিয়ে বেশ কিছু ইতিবাচক সমাধান বেরিয়ে আসে। ফারদুন তার টিমের নেতৃত্ব দিয়ে খসড়া আইন তৈরি করে তা পাস করিয়ে নেন, যা ওই বিশেষজ্ঞ কমিটি দ্বারা প্রশংসিত হয়। আমেরিকা, ব্রিটেনের ছাত্রপ্রতিনিধিরা সিরিয়ার বিপক্ষে নানা যুক্তি দেখলে তা টেকেনি। ফলে তার নেতৃত্বের সুনাম ছড়িয়ে পড়ে কোরিয়া, চিনা সহ বেশ কিছু দেশের প্রতিনিধিদের কাছে। এরপরই একের পর এক দেশ তাকে আমন্ত্রণ পত্র পাঠিয়ে আরো বিতর্ক সভায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানায়।
ভবিষ্যতের লিডার তৈরির জন্যই মূলত এমন বিতর্ক সভার আয়োজন করে রাষ্ট্রসংঘ। ফারদুন ইন্টারনেট মারফত এই খবর জানতে পেরে প্রতিযোগিতায় অংশ নেন। ফলে হাতেনাতে মেলে সাফল্য। বোরহাট রামকৃষ্ণ সারদা পীঠের ছাত্রের সাফল্যে খুশি তার শিক্ষক থেকে এলাকাবাসী। চিত্র শিল্পী হিসাবে যেমন বিদেশে সাফল্য পেয়েছে তেমনি লিডারশিপে অংশগ্রহণ করে আরো সাফল্য অর্জন করবে বলে বর্ধমানবাসীর অভিমত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct