আপনজন ডেস্ক: ফিলিস্তিনে করোনার তৃতীয় ঢেউয়ে যখন বিপর্যস্ত, তখন মানবতার হাত বাড়িযে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের যেসব সাহায্য-সহায়তা বন্ধ করেছিলেন, কিন্তু নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এসে অন্যায়ভাবে বন্ধ করা সব অনুদান একে একে চালু করছেন। তারই অংশ হিসেবে প্রথম দফায় ফিলিস্তিনকে সাড়ে ১২ কোটি ডলার অনুদান দিচ্ছে বাইডেন প্রশাসন। এ ব্যাপারে কংগ্রেসকে অবহিত করেছে বাইডেন প্রশাসন।
মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি কংগ্রেসকে নিশ্চিত করেছে। ২০২০ সালের বাজেটের সঙ্গে সমন্বয় করে এ অনুদানের অর্থ ছাড় দেওয়া হবে বলে জানা গেছে।ট্রাম্পের ইসরাইলঘেঁষা একপেশে কথিত শান্তি প্রস্তাবে রাজি না হওয়ায় ফিলিস্তিনিদের সব ধরনের অনুদান বন্ধ করে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ফিলিস্তিনে চলছে করোনার ব্যাপক সংক্রমণ। শনিবার অঞ্চলটিতে একদিনে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৫১ জন। প্রাণ হারিয়েছেন ২৪ জন। এরমধ্যে সবথেকে বেশি খারাপ অবস্থা পশ্চিম তীরের। এখানেই ১৬ জনের মৃত্যু হয়েছে। পাশেই ইসরাইলে করোনা বিদায় নিয়েছে। ইসরাইলে করোনার সংক্রমণ নেই বললেই চলে। উঠে গেছে সকল বিধি নিষেধ।
দেশটির নাগরিকদের প্রায়ই নানা উৎযাপন করতে দেখা যাচ্ছে। তবে ইসরাইলের মতো ভ্যাকসিন পায়নি ফিলিস্তিনের মানুষ। ফলে করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত অবস্থার সৃষ্টি হয়েছে সেখানে। করোনা পরীক্ষার সুবিধাও সীমিত অঞ্চলটিতে। এখন পর্যন্ত ফিলিস্তিনে ২ লাখ ৮০ হাজার মানুষের করোনা ধরা পড়েছে। এরমধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় ৩ হাজার। তৃতীয় ঢেউয়ের কারণে এখনো পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে সেখানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct