আপনজন ডেস্ক: পুলিশ বিভাগে কুকুরের প্রয়োজনীয়তা আমরা জানি। কিন্তু আশ্চর্য হলেও সত্যি এবার একটি প্রশিক্ষনপ্রাপ্ত ছাগল যুক্ত করা হয়েছে পুলিশ বিভাগে। যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগে নিয়োগ পেয়েছে একটি ছাগল। কানেটিকাট অঙ্গরাজ্যের রকি হিল পুলিশ বিভাগে গত বৃহস্পতিবার বনি নামের এ ছাগলটি পুলিশ পেট্রোল গোট (পিপিজি) হিসেবে যোগ দেয় বলে জানানো হয়েছে। বনি যুক্তরাষ্ট্রের প্রথম ছাগল যেটি যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগে যোগ দিল। খবর ফক্স৬১-এর।
রকি হিল পুলিশ জানিয়েছে, বনি রাজ্যের পুলিশ পেট্রোল গোটের (পিপিজি) মধ্যে প্রথম, এবং উচ্চ প্রশিক্ষিত দক্ষ হিসেবে এটি পুলিশ বিভাগে যুক্ত হলো।
রকি হিল পুলিশ আরও জানিয়েছে, ‘ছাগল আক্রমণাত্মক হিসেবে পরিচিত না হলেও সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত হলে তারা প্রমাণ শনাক্ত করতে গন্ধ ও সন্দেহভাজনদের সন্ধান করতে পারবে। এমনকি প্রয়োজনে অপরাধীদের দমন করতে তাদের শিং ব্যবহার করতে পারবে।’
পুলিশ বলেছে, ছাগলগুলোকে এমনভাবে তৈরি করে তোলা হবে যাতে তারা সামনে থাকা কোনো কিছু খাবে না। প্রশিক্ষণ শেষে ছাগলগুলো ‘কে-৯’ কুকুরের মতো সামনে রাখা কিছু খাবে কি না, তা খতিয়ে দেখছেন প্রশিক্ষকেরা।
বনি এমন এক জাতের ছাগল, ১৮৬৮ সালে হাইস ফার্মে যাদের খোঁজ মিলেছিল। এই অঞ্চলে পুলিশের সঙ্গে ছাগলের টহল বাড়ানোর জন্য খামারে ছাগল বিশেষত ওবেরহসালি জাত প্রজনন করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct