আপনজন ডেস্ক: এবার ফের মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৈরি লাল কেল্লার মসজিদের নীচে ভগবান কৃষ্ণের মূর্তি আছে বলে তা খনন করার দাবি তুললেন এক ব্যক্তি। মহেন্দ্র প্রতাপ সিং নামে এক আইনজীবী এই মথুরা সিটি সিভিল আদালতে আর্জি জানান, যাতে আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নির্দেশ দেয় আগ্রার লাল কেল্লার মসজিদ খননে। আদালতে আর্জি জানানো হয় ১৬৬৯ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব আগ্রায় লাল কেল্লা তৈরি করেছিলেন। সেখানে দেওয়ানি খাসের পরে রয়েছে ছোট্ট মসজিদ। তার নীচেই নাকি শ্রীকুষ্ণের মূর্তি রয়েছেন। সেই মূর্তি উদ্ধার করে কৃষ্ণ জন্মভুমি মন্দির চত্বরে স্থাপন করার দাবি জানিয়ে মামলাটি করা হয় বৃহস্পতিবার। সেই মামলাটির শুনানি হবে ১৯ এপ্রিল।
আইনজীবী মহেন্দ্র প্রতাপ সিং তার আর্জিতে জানিয়েছেন, ঐতিহাসিকরা বহুবার উল্লেখ করেছেন ঠাকুর কেশবদেব জি (কৃষ্ণ জন্মভূমি) মন্দির ভেঙে দেওয়ার পর মথুরা থেকে আগ্রার মধ্যে কৃষ্ণের মূর্তি সহ বহু স্থাপত্য সরিয়েছিলেন।
এর আগে আদালতে এই সম্পর্কি আরও চারটি আর্জি জানিয়েছিলেন। দাবি করেছিলেন মসজিদ চত্বর পরীক্ষা করার জন্য শাহি ইদগাহ মসজিদের উপর স্থগিতাদেশ দেওয়া হোক্। অভিযোগ করা হয়, মসজিদ কর্তৃপক্ষ বহু পাথর সরিয়ে ফেলছে যেখানে হিন্দু ধর্মের শ্রদ্ধাশীল কাঠামোও রয়েছেন।
মহেন্দ্র প্রতাপ সিং একটা আধটা নয় মথুরা নিয়ে সাতটি মামলা করেছেন। তার মধ্যে ছটি সিটি সিভিল কোর্টে ও আর একটি জেলা আদালতে। এ সম্পর্কে মহেন্দ্র প্রতাপ বলেন, আগ্রার লাল কেল্লার মসজিদের নীচে যাতে খনন করে দেখা হয় তার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে নতুন করে আবেদন জানিয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct