আপনজন ডেস্ক: চলে গেলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক ও দেশের বিশিষ্ট আলেম মাওলানা ওয়ালি রহমানি আজ শনিবার ইন্তেকাল করলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বিহারের বাসিন্দা মরহুম মাওলানা ওয়ালি রহমানি শুধু মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক ছিলেন না তিনি ছিলেন বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডের ইমারত শরিয়াহ বিহারের আমির এ শরীয়াত।
তিনি ছিলেন মুঙ্গেরের রহমানি খানকাহ শরীফের সাজ্জাদা নিশিন।
মুসলিম সমাজ উন্নয়নে তার বিরাট ভূমিকা রয়েছে। পাটনার বিখ্যাত সংখ্যালঘু প্রতিষ্ঠান রহমানি-৩০ এর তিনি প্রতিষ্ঠাতা। এই রহমানি-৩০ থেকে প্রশিক্ষিত হয়ে প্রতি বছর আইএএস, আইপিএস হন। এছাড়া নিট-এর প্রশিক্ষণ নিয়ে বহু মুসলিম ডাক্তারি পরীক্ষার সুযোগ পায় প্রতি বছর। স্বভাবতই তার মৃত্যুতে দেশের মুসলিম সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct