আপনজন ডেস্ক: সৌদি আরবে কাবা শরীফের মসজিদুল হারামে সশস্ত্র এক ব্যক্তিকে গ্রেফতার করল মক্কার পুলিশ। ওই্ ব্যক্তিটি সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থনে স্লোগান দিচ্ছিল পবিত্র মসজিদের মধ্যে দাঁড়িয়ে। সেসময় তার হাতে ছিল ছুরি।
এ ব্যাপারে মক্কা পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, মসজিদুল হারামের দ্বিতীয় তলায় ছুরি হাতে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। গত ৩০ মার্চ আসর নামাজের পর ওই ব্যক্তি ছুরি ঘুরিয়ে ঘুরিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থনে স্লোগান দিচ্ছিল। মসজিদের মধ্যে এভাবে স্লোগান দিতে দেখে নিয়োজিত নিরাপত্তা বাহিনী দ্রুত সেখানে হাজির হয় ও তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সের প্রধান শেখ আবদুল রহমান বলেন, ওই ব্যক্তি ইসলামি বিশ্বাসের বিরুদ্ধে বর্ণবাদী ও উগ্রপন্থী স্লোগান দিচ্ছিলেন। ‘তিনি মসজিদের পবিত্রতা রক্ষা করেননি, সম্মানও দেখাননি। নামাজ, তাওয়াফ ও হজের জন্য এই মসজিদ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ।’ এর আগে গত ২০ অক্টোবর মসজিদুল হারামের বাইরের ফটকে এসে এক সৌদির গাড়ি ধাক্কা খায়। মক্কার কর্তৃপক্ষ জানায়, ওই লোক অস্বাভাবিক অবস্থায় ছিলেন। ২০১৭ সালের জুনেও পবিত্র মসজিদটিতে হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেয় সৌদি কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct