মঞ্জুর মোল্লা, নদিয়া: বিধানসভা নির্বাচনে শাসকদলের ব্লক সভাপতির টিকিট না মেলাতে এলাকার মানুষের সমর্থনে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিতে এলেন চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জেবের শেখ।
কৃষ্ণনগর ঘূর্ণি পুতুল পট্টি এলাকায় মিছিল ঢুকতেই সকলেই হতবাক। শাসক দল ও কৃষ্ণনগরের একাধিক বিজেপি হেভিওয়েট নেতার মনোনয়ন জমা সম্পন্ন হলেও বিপুল সংখ্যক মানুষের মিছিল দেখে পথ চলতি সাধারণ মানুষ থেকে স্থানীয় মানুষজন হতবাক কে আসছে মনোনয়ন জমা দিতে। মিছিলে থাকা মানুষের স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারে চাপড়া ঘরের ছেলে জেবের শেখ মনোনয়ন জমা দিতে আসছে। আর এই বিপুল সংখ্যক মানুষের জমায়েত দেখে কার্যত শাসকদলের ভ্রু কুঁচকাতে শুরু করেছে। পথ চলতি সাধারণ মানুষ থেকে কৃষ্ণনগর শহরের একাধিক রাজনৈতিক ব্যক্তিদের মন্তব্য করতে শোনা যাচ্ছে যেখানে ব্লক সভাপতির এত জনসমর্থন থাকা সত্ত্বেও কেন পেলেন না এবারের বিধানসভা নির্বাচনের টিকিট? প্রসঙ্গত বিগত লোকসভা নির্বাচনের পর থেকে চাপড়া বিধানসভা কেন্দ্রের এবারের বিধানসভা নির্বাচনে টিকিটের দাবিদার হয়ে উঠেছিল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির নাম।
হঠাৎ করে আবারো ওই কেন্দ্রের বিধায়ক রুকবানুর রহমানকে টিকিট দেওয়ার ফলে বিক্ষোভের আঁচ পড়তে শুরু করে ওই বিধানসভা এলাকার মানুষের মধ্যে,কৃষ্ণনগর টু করিমপুর রাজ্য সড়কের উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাই ওই এলাকার মানুষজন এরপর স্থানীয় মানুষজন সিদ্ধান্ত নেয় জেবের শেখ নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তারা ঘরের ছেলেকে বিধায়ক বানিয়ে আনবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এদিন তিনি মনোনয়নপত্র জমাদান কৃষ্ণনগর ডিএম অফিসে রিটার্নিং অফিসারের হাতে,আর এই মনোনয়ন জমা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে একজন দলীয় পদাধিকারী থেকে দলের বিরুদ্ধে কি করে মনোনয়ন জমা দেন।
এখন দেখার বিষয় মনোনয়ন জমা দেওয়ার পর কি দল কোন ব্যবস্থা নেয় তার বিরুদ্ধে? মনোনয়ন জমা দেওয়ার পর জেবের শেখ আমাদের একান্ত সাক্ষাৎকারে বলেন সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি স্থানীয় কেউ একজন এই এলাকা থেকে বিধায়ক হোক সাধারণ মানুষ চেয়েছে। তাই আমি নির্দল হিসাবে প্রতিদ্বন্দিতা করছি আমি এবং আমার কর্মী-সমর্থকরা সকলেই মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে রাজনীতি করে। সেই সঙ্গে বিজেপিকে সম্প্রদায়িক দল বলে তিনি মনে করেন। তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ও জয়ের পরে তিনি জেলার নেত্রী মহুয়া মৈত্র এবং মুখ্যমন্ত্রীর উৎসর্গ করবেন বলে তিনি আশাবাদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct