সজিবুল ইসলাম, রানীনগর: বৃহস্পতিবার রানীনগর বিধানসভায় নির্বাচনী কর্মীসভা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। হাজার হাজার সংযুক্ত মোর্চা কর্মী সমর্থকের উপস্থিতিতে রানীনগর বিধানসভায় রামনগর ডিএন ক্লাবে ময়দানে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মীসভায় মঞ্চ থেকে রানীনগর বিধানসভার কেন্দ্রের প্রার্থী ফিরোজা বেগম, ডোমকল বিধানসভা কেন্দ্রের প্রার্থী মোস্তাফিজুর রহমান রানা, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান তৃণমূলকে কড়া ভাষায় কটাক্ষ করে তোলাবাজ বলেও ব্যাখ্যা দেন।
এদিনের এই সভামঞ্চে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি মমতাজ বেগম হীরার নেতৃত্বে তৃণমূল থেকে কংগ্রেসে সাড়ে পাঁচশো জন কর্মী-সমর্থক নিয়ে কংগ্রেসে যোগদান করেন। তিনি বলেন, যে এবার খেলা হবে। অধীর বলেন, মমতার অনুদানে মুসলিমরা চলে না। পৃথিবীর সৃষ্টির সময় থেকে ইসলাম ধর্ম আছে। আর পৃথিবী থাকা পর্যন্ত ইসলাম থাকবে। কোনো মুসলিম বলেন না, তাদেরকে ইমাম ও মোয়াজ্জিন ভাতা দিতে হবে।
তিনি আরো বলেন, মুসলিমদের জীবনে এই প্রথম যে ঈদের নামাজ পড়তে পারেনি। আর হিন্দুদের দুর্গাপুজোয় ৫০ হাজার করে টাকা দিলেন। বাস্তবে এখন মমতা দেখতে চাইছেন যে বিজেপির থেকে তিনি হিন্দু দরদি বেশি। তবে এবার রাজ্যে সংযুক্ত মোর্চা সরকার গড়বে, সেটা বুঝতে পেয়েছেন তাই মমতা সোনিয়া গান্ধীকে চিঠি লিখছেন যে একসঙ্গে বিজেপি বিরোধিতা করে লড়তে হবে। তিনি আশাবাদী যে ডোমকল মহকুমায় সংযুক্ত মোর্চা প্রার্থী জয়ী হবেন বিপুল ভোটে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct