আপনজন ডেস্ক: করোনা সংক্রমণ কমতে থাকায় এবছর সৌদি আরব সরকার হজ ও উমরাহ পালনের ক্ষেত্রে কিছু নিয়ম শিথিল করছে। গত বছর হজ স্বল্প পরিসরে হয়েছে করোনা সংক্রমণের জন্য। যদিও বিদেশিরা সেই হজে অংশ নিতে পারেননি। এ বছর সৌদি সরকার বিশ্বের প্রায় সমস্ত দেশের নাগরিককে হজে যাওয়ার অনুমতি দিচ্ছে। তবে সেক্ষেত্রে সৌদি আরবের করোনা বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
করোনা সরতর্কতার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সব হজযাত্রী ও উমরাহ পালনকারীকে করোনা ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করেছিল। কিন্তু আসন্ন রমযান মাসে যারা উমরাহ পালন করবেন তাদেরকে করোনা ভ্যাকসিন ছাড়াই উমরাহ পালনের অনুমতি দেবে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়।
এ ব্যাপারে সৌদি সংবাদপত্র আরব নিউজ-এ বলা হয়েছে, টিকা না-নিলেও আসন্ন রমযানে উমরাহ পালন করা যাবে। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় এমন খবর দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
টুইটারে এ নিয়ে এক জন প্রশ্ন করেছিল সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়কে। তার জবাবে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের কাস্টমার সার্ভিস সেন্টার জানিয়েছে, রমযানে উমরাহ পালনের অনুমতির জন্য টিকাগ্রহণ অপরিহার্য করা হয়নি। অর্থাৎ কোনো ব্যক্তি করোনার টিকা নিতে না পারলেও তিনি উমরাহ পালন করতে সৌদি আরব যেতে পারবেন।
আরব নিউজ আরও জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে একটি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ১২ এপ্রিল রমযান শুরু হওয়ার আগে হজ ও উমরাহ-সম্পর্কিত সেবার সবকর্মীকে টিকা নিতে হবে।
যেসব কর্মী টিকা গ্রহণ করেননি, তাদের অবশ্যই করোনায় নেগেটিভ আসার পিসিআর পরীক্ষার ফল দেখাতে হবে এবং প্রতি সপ্তাহে তা নবায়ন করতে হবে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৫জন করোনায় আক্রান্ত হওয়ায় দেশটিতে পাঁচ হাজার ২৫৫ সক্রিয় কোভিড-১৯ রোগী রয়েছেন। যাদের মধ্যে ৬৯৩ জনের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, দেশটিতে এখন পর্যন্ত তিন লাখ ৯০ হাজার সাত জন প্রাণঘাতী এই মহামারীতে আক্রান্ত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct