জাইদুল হক: পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনে বৃহস্পতিবার চার জেলায় ৩০টি আসনে ভোট পর্ব চলছে। এর মধ্যে রয়েছে, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর। পূর্ব মেদিনীপুরের তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, হলদিয়া, নন্দীগ্রাম, মহিষাদল, চণ্ডীপুর। পশ্চিম মেদিনীপুরের সবং, পিংলা, ঘাটাল, কেশপুর, ডেবরা, খড়গপুর সদর, নারায়ণগড়, চন্দ্রকোনা, দাসপুর। বাঁকুড়ার বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, ইন্দাস, সোনামুখী, কোতুলপুর, তালডাংরা। দ্বিতীয় দফার নির্বাচনে ৩৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের মধ্যে ২৬ জন মহিলা।অন্যদিকে, দ্বিতীয় দফার নির্বাচনে ৯জন মুসলিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে মাত্র একজন মহিলা প্রার্থী। তিনি হলেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরোজা বিবি। ফিরোজা বিবির ছেলে নন্দীগ্রাম জমি আন্দোলনে শহিদ হয়েছিলেন। গতবারের বিধায়ক তিনি। এবারও তিনি একই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন।
এছাড়া অন্যান্যরা হলেন, দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ড. সেখ মুখলেসুর রহমান, পুর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সেখ ইব্রাহিম আলি যিনি গতবারের বিধায়ক ও নির্দল প্রার্থী সামির হোসেন, মহিষাদলে নির্দল প্রার্থী ফজলুর রহমান সেখ, নন্দকুমারের নির্দল প্রার্থী মারফত আলি খান, নন্দীগ্রামে নির্দল প্রার্থী সেখ সাদ্দাম হোসেন, পশ্চিম মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী মুহাম্মদ আলি সেখ ও ডেবরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ড. হুমায়ুন কবির।
এই ৯জন মুসলিম প্রার্থীর মধ্যে দুজন পিএইচডিধারী। ডেবরা কেন্দ্রে প্রার্থী ড. হুমায়ুন কবির এমএসসি পিএএইচডি শুধু নয়, তিনি একজন অবসরপ্রাপ্ত আইপিএস। অন্যজন হলেন সাগর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ড. সেখ মুখলেসুর রহমান। মুখলেসুর রহমান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করার পর ২০১৭ সালে রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। পাঁশকুড়া পশ্চিমের প্রার্থী সেখ ইব্রাহিম আলি ২০০৮ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স। আর নির্দল প্রার্থী সামির হোসেন ২০১২ সালে ইতিহাসে স্নাতক। ময়না বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী মুহাম্মদ আলি সেখ উচ্চমাধ্যমিক পাশ হলেও আয়ুর্বেদিক কোয়াক ডাক্তার। নন্দীগ্রামে নির্দল প্রার্থী সেখ সাদ্দাম হোসেন উচ্চমাধ্যমিক পাশ। নন্দকুমারের নির্দল প্রার্থী মারফত আলি খান চতুর্থ শ্রেণি পাশ। মহিষাদলের নির্দল প্রার্থী ফজলুর রহমান সেখ এইট পাশ। আর পাঁশকুড়া পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরোজা বিবি নবম শ্রেণি পাশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct