আপনজন ডেস্ক: মায়ানমার সেনাবাহিনী সেদেশের বিক্ষোভকারীদের উপর লাগাতার গুলি চালিয়ে যাচ্ছে। কোনও দেশকেই তারা তোয়াক্কা করছে না। এমরকী মার্কিন প্রেসিডেন্ট জো বা্িডেন হুঁশিয়ারি দেওয়ার পরও মায়ানমারের মনোভাব পাল্টায়নি। মার্কিন প্রেসিডেন্ট মায়ানমারের প্রতি উষ্মা প্রকাশের পর মায়ানমার থেকে কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিল মার্কিন যুক্তরাষ্ট্র। মায়ানমারে গণতন্ত্রপন্থীদের আন্দোলনে রক্তক্ষয়ী ধরপাকড়ের পর এমন নির্দেশ দেওয়া হল। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি অপ্রয়োজনীয় সরকারি কর্মকর্তাদের দেশে ফিরে যাওয়ার অনুমোদন দিয়েছিল বাইডেন প্রশাসন। তখন গণতান্ত্রিক সরকারের দাবিতে বিক্ষোভে সামরিক সহিংসতার প্রাথমিক পর্যায় ছিলো।
কিন্তু গত মঙ্গলবার নতুন করে আরো বড় পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন।
মায়ানমারে রক্তক্ষয়ী সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কর্মকর্তাদের দেশে ফিরে যেতে মঙ্গলবার যুক্তরাষ্ট্র নতুন আদেশ দিয়েছে। শনিবার সামরিক বাহিনীর গুলিতে শিশুসহ ১৪১ জন নিহত হয়েছেন। অভ্যুত্থানের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি থেকেই দেশটিতে টানা বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে জান্তা বাহিনী বলপ্রয়োগ করছে। বিক্ষোভ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত ৫১০ বিক্ষোভকারী নিহত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct