মঞ্জুর মোল্লা, নদিয়া: আকাশপথেও ভোটযুদ্ধ নদিয়ায় ঘুড়ি পাড়ায়, চলছে তারই প্রস্তুতি সুলতানি যুগে নবাব সম্রাট হোক বা রাজ শাসনে সেনাপতি মহারাজ প্রত্যেকেরই দখলের আগ্রাসন ছিলো কমবেশি অবশ্য সে লড়াই ছিল জল এবং স্থলে। কিন্তু তারও বহু আগে রামায়ণ মহাভারতে বর্ণিত কাহিনী অনুযায়ী অন্তরীক্ষে লড়াই আমরা জানি। পরবর্তীকালে আবারও, বর্তমানে বিভিন্ন যুদ্ধ বিমান রেডার স্যাটেলাইটের মাধ্যমে আকাশ দখলের লড়াই লক্ষ্য করছি বেশ কিছু বছর ধরে। স্থলভাগের আয়তন অনুযায়ী, আকাশ পথেরও মানচিত্রও তৈরি হয়েছে। এক দেশের আকাশে ওড়া বিমান অন্য দেশে যেতে গেলে লাগে অনুমতি।
দোরগোড়ায় উপস্থিত হয়েছে ভোটযুদ্ধ। জল স্থল আকাশ বাতাস সবেতেই চলছে তারই প্রচার। ছোঁয়া লেগেছে নদীয়ার বিভিন্ন জায়গায় নিশ্চিন্তপুর ঘড়ি পাড়ার ব্যবসাতেও। রথ বিশ্বকর্মা পূজার মতো ভোটেও বিরাম নেই তাদের।
কখনো মধুর কখনো বা দিদির মুখ, আর নয় অন্যায় বা বাংলাতার ঘরের মেয়ে কেই চায়, খেলা হবে বা পদ্ম ফুল হোক বা ঘাসফুল, হাত চিহ্ন হোক বা কাস্তে হাতুড়ি বা খাম চিহ্ন সবটাই লক্ষ্য করা গেছে ঘুড়ি শিল্পীদের শিল্প নৈপুণ্যতায়। সাথে ধূর্ত ব্যবসায়ীদের মুনাফা অর্জনের সু কৌশল সাধারণ ঘুড়ি চার পাঁচটাকা হলেও এ ঘুড়ি কিন্তু দশ টাকার নিচে মিলবে না।
কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, ভোট পার হয়ে যাওয়ার পরও যদি কিছু থেকে যায়, তা আর বিক্রি হবে না। তাই অত্যন্ত ঝুঁকির জন্য, এবং কাগজের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন কাটতে সময় লাগছে বেশ কিছুটা, কখনো কখনো কাগজ কিনতে অসুবিধায় পড়তে হচ্ছে আমাদের, নির্দিষ্ট কিছু রংয়ের কাগজ প্রয়োজন হচ্ছে, অথচ সমপরিমাণে উৎপাদিত অন্যান্য রংয়ের কাগজ পড়ে থাকছে ফলে প্রয়োজনীয় রঙের কাগজ একটু দাম দিয়ে যোগান রাখতে হচ্ছে। চাপড়া ব্লক বিপ্লব মণ্ডল জানান, প্রথমে তিন দলেরই গোটা পঞ্চাশেক ঘুড়ি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এরপর থেকে শুরু হয় অর্ডার আসা, প্রায় ৩০০ ঘড়ি বিক্রি হয়ে যাওয়ার পরও যথেষ্ট পরিমাণে সাড়া মিলেছে।
এখনও তো বাকি বেশ কিছুদিন। লকডাউনের মধ্যে আর্থিক উপার্জনের ঘাটতি কিছুটা সুরাহা হবে বলে মনে করেন তিনি। স্থানীয় ব্যবসায়ীরা প্রথমবারে কোনো বিশেষ দলের ঘুড়ি বেশি পরিমাণে করেননি। বিজেপি তৃণমূল সংযুক্ত মোর্চা দলের সমান পরিমাণে প্রস্তুত করেছেন। তবে, এরপর যারা বেশি অর্ডার দেবেন তাদেরটাই বানাতে হবে বাধ্য হয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct