আপনজন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সশয় জো বাইডেন আশ্বাস দিয়েছিলেন তিনি কোনও সম্প্রদায়ের বিরুদ্দে নন, মার্কিন নাগরিকদের নিয়ে শক্তিশালীঅমেরিকা গড়তে চান। সেই লক্ষে এগিয়ে চলেছেন বাইডেন। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হিসেবে কোনও মুসলিম নিয়োগ পেলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফেডারেল বিচারক হিসেবে কয়েকজন কৃষ্ণাঙ্গ নারী, একজন এশিয়ান-আমেরিকান ও প্রথমবারের মতো একজন মুসলিমকে মনোনয়ন দিয়েছেন।
যে ১১ জনকে মনোনয়ন দিয়েছেন বাইডেন, তাদের মধ্যে পুরুষ মাত্র দুজন। এদের কেউ শ্বেতাঙ্গ নয়।
প্রাক্তন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত চার বছরে মূলত রক্ষণশীল শ্বেতাঙ্গ পুরুষদেরই ফেডারেল আদালতগুলোতে নিয়োগের প্রচেষ্টা চালিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতের নয়জন বিচারকের মধ্যে এখন পর্যন্ত কোনো কৃষ্ণাঙ্গ নারী নেই। বাইডেন প্রথমেই কেতাঞ্জি ব্রাউন জ্যাকসনকে মনোনয়ন দিয়েছেন। তিনি আফ্রিকান-আমেরিকান।
বাইডেন আরও দুজন আফ্রিকান-আমেরিকান নারীকে বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন। এছাড়া রয়েছে এশিয়ান-আমেরিকান।
বাইডেন প্রথমবারের মতো একজন মুসলিমকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন। তার নাম জাহিদ কোরাইশি (৪৫)। যদিও তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। বর্তমানে তিনি নিউ জার্সিতে ম্যাজিস্ট্রেট বিচারক হিসেবে কাজ করছেন।
বাইডেন এক বিবৃতিতে বলেন, এ মনোনয়ন সার্বিকভাবে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির ব্যাপক বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করছে যা আমাদের জাতিকে শক্তিশালী করবে।
উল্লেখ্য, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মনোনীত এসব লোক আজীবন সুপ্রিম ও ফেডারেল আদালতে কাজ করে যাবেন। তবে প্রেসিডেন্টের এসব মনোনয়ন সিনেটে অনুমোদিত হতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct