আপনজন ডেস্ক: ২০১৯-শের লোকসভা নির্বাচনের আগে যেবাবে বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময় ফের দেশের বিজেপি বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নন্দীগ্রামে বিধানসভা নির্বাচন। তার আগে কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীসহ অন্তত দশ জন বিরোধী দলের নেতাকে বিজেপি বিরোধী ঐক্যের জন্য চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পাঠানো এই চিঠিতে বর্তমান বিধান সভা নির্বাচন শেষে বিরোধী দলগুলোর বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি। কঠোর ভাষায় লেখা সাত দফা প্রস্তাবের এই চিঠিতে বলা হয়েছে সংবিধান ও গণতন্ত্রের ওপর বিজেপি’র আঘাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং কার্যকর প্রতিরোধ গড়ে তোলার এবং দেশের জনগণের সামনে একটি বিশ্বস্ত বিকল্প উত্থাপনের সময় চলে এসেছে। যে দশজন নেতাদের চিঠি লিখেছেন মমতা তাদের মধ্যে সোনিয়া গান্ধীর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার, ডিএমকের স্টালিন, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, ওয়াইএসআর কংগ্রেস প্রধান জগন মোহন রেড্ডি, বিজেডি প্রধান নবীন পট্টনায়ক, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং সিপিআইএমএল-এর দীপঙ্কর ভট্টাচার্য। বিজেপি বিরোধী নেতাদের কাছে পাঠানো চিঠিতে বিজেপি’র সাতটি পদক্ষেপ তুলে ধরে এগুলোকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে দিল্লির নির্বাচিত সরকারের তুলনায় লেফটেন্যান্ট গভর্নরের হাতে বেশি ক্ষমতা দেওয়ার বিতর্কিত আইন প্রণয়নও রয়েছে।
মমতা লিখেছেন, ‘অ-বিজেপি দলগুলোর সাংবিধানিক অধিকার ও স্বাধীনতা চর্চাকে অসম্ভব করে ফেলতে চাইছে বিজেপি। তারা রাজ্য সরকারের ক্ষমতা কমিয়ে ফেলতে চাইছে আর একে কেবল মিউনিসিপ্যালিটি বানাতে চাইছে। সংক্ষেপে বলতে গেলে তারা ভারতে এক দলের কতৃত্বতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে।’ তিনি লেখেন, ‘দিল্লিতে বিজেপি যা করেছে তা আলাদা কিছু নয়। এটা শাসন পোক্ত করতে চাওয়া।’
মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি জোরালোভাবে বিশ্বাস করি সংবিধান ও গণতন্ত্রের ওপর বিজেপি’র আঘাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং কার্যকর প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আমি সর্বান্তকরণে আপনাদের সঙ্গে এবং সমমনা সব দলের সঙ্গে এই লড়াইয়ে কাজ করবো।’
তবে মমতা সিপিআইএমএল ছাড়া অন্য কোনও বাম দলের নেতাকে চিঠি পাঠাননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct