মঞ্জুর মোল্লা, নদিয়া: এবারের বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রার্থী বাছাই। নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় চাপড়া বিধানসভায় এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিগত ১০ বছরের বিধায়ক রুকবানুর রহমান, এবার তাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মানতে নারাজ স্থানীয় মানুষজন। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ওই এলাকায় একাধিকবার বিক্ষোভ দেখাতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের, তাদের দাবি এবার বিধানসভা নির্বাচনের টিকিট দেয়া হোক ওই বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য জেবের সেখ কে। এরপরে টিকিট না মেলাতে কার্যত দলীয় নির্দেশিকা উপেক্ষা করে ওই কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জেবের শেখ।
আর এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে জেলাজুড়ে কি করে একজন ব্লক সভাপতি তার দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন?
প্রসঙ্গত গত কয়েক মাস আগে রানাঘাট পৌরসভার পৌর প্রশাসক ও দীর্ঘদিনের প্রাক্তন বিধায়ক পার্থসারথি চ্যাটার্জিকে বিজেপি যোগ দেখিয়ে বহিষ্কার করা হয় দল থেকে (যদিও পার্থসারথি চ্যাটার্জী পরে বিজেপিতে যোগদান করেন)। সেখানে দাঁড়িয়ে একই জেলার ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে। দলের দলীয় পদাধিকারী হয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। সে ক্ষেত্রে জেলা সভানেত্রী মহুয়া মৈত্রকে এই ঘটনা নিয়ে কোন দলীয় সিদ্ধান্ত নিতে দেখা যায়নি এখনো পর্যন্ত।
যদিও ওই বিধানসভা কেন্দ্রের বর্তমান নির্দল প্রার্থীর যুক্তি করোনা পরিস্থিতিতে এই কেন্দ্রের বিধায়ককে কাছে পায়নি এলাকার স্থানীয় মানুষজন। সর্বদা মানুষের পাশে সমস্ত বিপদ-আপদে ছুটে গেছেন তিনি। এলাকার কিছু মানুষের দাবিতে নির্দল হিসেবে দাঁড়িয়েছেন জেবের শেখ। সাড়াও মিলছে বেশ বিভিন্ন বুধ ভিত্তিক কর্মসূচি থেকে শুরু করে জনসংযোগ কর্মসূচিতে। জেলার সংসদ তথা সভানেত্রী মহুয়া মৈত্রর স্নেহধন্য নির্দল প্রার্থী জেবের শেখকে বেকায়দায় তৃণমূল কংগ্রেস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct