আপনজন ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ মুসলিমদের বিয়েতে অপসংস্কৃতি রুখতে দেশব্যাপী কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে দারুল উলুম দেওবন্দের তরফে বলা হয়েছে, যারা বিয়েতে পণ নেবে, বাজি ফাটাবে, ডিজে (উচ্চাঙ্গের সঙ্গীত) বাজাবে তাদের বিয়েতে আলেমরা অংশ নেবেন না। উত্তরপ্রদেশের শামলি জেলায় একটি বিয়েবাড়িতে একটি গাড়ির ছাদে ডিজের সঙ্গে তাল মিলিয়ে বরকে নাচতে দেখে উপস্থিত আলেম সেই বিয়ে পড়াতে রাজি হননি। এর পরই দারুল উলুম দেওবন্দ থেকে মুফতিরা জানিয়ে দিলেন, এমন অনুষ্ঠানে আলেমরা হাজির হবেন না। কারণ, তা ইসলাম বিরুদ্ধ কাজ।
যদিও শামলির ওই বিয়েটি অন্য একটি আলেম এসে পড়ান। তবে, এই ধরনের অনাচার হওয়া বিয়েতে আলেমদের অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে দারুল উলুম দেওবন্দ থেকে।
এ ব্যাপারে দেওবন্দের বিশিষ্ট মুফতি ক্বারী ইসহাক গোরি বরেছেন, আলেমরা যেখানেই যাবেন তারা যেন এই ধরনের বিয়ে যাতে না হয় তার জন্য বলেন। তিনি আরও বলেন, আমরা সবসময় পণ নেওয়ার বিরুদ্ধে। যে বিয়েতে পণ নেওয়া হবে সেই বিয়েতে আলেমরা যাবেন না। মুজফফরনগরে আলেমদের এক সম্মেরনেও এই ধরনের বিয়ে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সেই সঙ্গে আলেমরা মানুষের কাছে আবেদন জানিয়েছেন, তারা যেন বিয়েতে ডিজে বাজানো এবং বাজি ফাটানো বন্ধ করেন। এই সিদ্ধান্ত নেওয়ার মিটিংয়ের আহ্বায়ক মাওলানা মুফতি আসরারুল হক বলেন, প্রত্যেক আলেম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এমনকী এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও তাদের সঙ্গে একমত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct