আপনজন ডেস্ক: বেঁচে থাকলে হয়তো নিয়মিতই কাজ করতেন। আরও বেশ কিছু ডাইনামিক চরিত্রে তার দেখা মিলতো। দর্শক মুগ্ধ হতেন তার নতুন নতুন লুক আর সংলাপে। কিন্তু সব হয়তোকে স্তব্দ করে দিয়ে বলিউড অভিনেতা ইরফান খান চলে গেছেন না ফেরার দেশে।
তার মৃত্যুর শোকের বিষাদ এখনো লেগে আছে বলিউডের চার দেয়ালে। সেই বিষাদ নতুন করে ছড়িয়ে গেল ইরফান খান ফিল্মফেয়ার আজীবন সম্মাননার পুরস্কার জয় করায়।
‘আংরেজি মিডিয়াম’ সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করে মরণোত্তর ফিল্মফেয়ারে ভূষিত হলেন ইরফান। পাশাপাশি তাকে জীবনকৃতি সম্মানও দেওয়া হয়েছে। হিন্দি সিনেমার অন্যতম শীর্ষ পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২১’ নিজ হাতে ছুঁয়ে দেখা হলো না ইরফানের।
শনিবার (২৭ মার্চ) রাতে মুম্বাইয়ে বসে ফিল্মফেয়ারের ৬৬তম আসর। ষষ্ঠবারের মতো জেতা এই অ্যাওয়ার্ড ছুঁয়ে দেখা হলো না ইরফানের। বাবার পক্ষ থেকে এবার সেই পুরস্কার গ্রহণ করেছেন বড় ছেলে বাবিল।
বাড়ি ফিরে আগের পাঁচটি ফিল্মফেয়ারের পাশে রেখে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘ফিল্মফেয়ার, তোমাকে ধন্যবাদ। আজ আমার বাবা নেই। তারপরও বাবার কাজের প্রতি সম্মান জানানোর জন্য আবারও ধন্যবাদ।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct