ওয়ারিস লস্কর, কলস: দক্ষিণ ২৪ পরগনা মগরাহাটের কলস বাজারে সোমবার সিপিএম, জাতীয় কংগ্রেস ও আইএসএফের জোট প্রার্থী চন্দন সাহার সমর্থনে এক এক পথসভা হয়। চন্দন সাহা বলেন, উন্নয়ন কি হয়েছে ১০ বছরে। ১৮ কোটি টাকা পেয়েছেন মগরাহাট পূর্বের বিধায়ক। অথচ উন্নয়নের খতিয়ান দেখাচ্ছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথী বেকার ভাতা কন্যাশ্রী রূপশ্রী এগুলো উন্নয়নের মধ্যে পড়ে। ভালো স্বাস্থ্যপরিষেবা নেই মগরাহাটে, গোকর্ণী, মুলটি ঝিনকি হাটে। নামে স্বাস্থ্য কেন্দ্র করে রেখেছে কোন উন্নয়ন নেই। পানীয় জলের ব্যবস্থা নেই।
চন্দন সাহা বলেন, বিভিন্ন পঞ্চায়েত ঘুরে ঘুরে লক্ষ্য করছি কোনও উন্নয়ন হয়নি। বিশিষ্ট কংগ্রেস নেতা জাফর আলী মোল্লা বলেন, আমফানে কাটমানির জোরে তৃণমূল নেতারা ফুলে ফেঁপে যাচ্ছেন। দুর্নীতি বাসা বেঁধেছে তাদেরকে। স্থানীয় বিধায়কের নানা অকর্মণ্যতার কথা তিনি তুলে ধরে এবার মগরাহাটে পরিবর্তন আনার আহ্বান জানান। তিনি বলেন, তৃণমূলের অবসান ঘটিয়ে সংযুক্ত মোর্চার প্রার্থী জয়ী হলে মগরাহাটের ফের উন্নয়নের জোয়ার আসবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct