আপনজন ডেস্ক: কাটাগড় মেলার এ বছরের বিশেষ আকর্ষণ হচ্ছে বালিশ মিষ্টি। বড় সাইজের দাম ১৫০০ টাকা। ছোট সাইজের প্রতিপিসের দাম ২০০-৪০০ টাকা।
বালিশ মিষ্টি মেলায় ক্রেতাদের বিশেষভাবে মন কেড়েছে। কেউ পরিবার, বন্ধু-বান্ধবদের নিয়ে দোকানে বসে খাচ্ছেন, আবার অনেকেই নিয়ে যাচ্ছেন বাড়িতে। জানা গিয়েছে, মেলায় শতাধিক মিষ্টির দোকান বসেছে। যারা এসেছে দেশের বিভিন্ন স্থান থেকে। দক্ষিণবঙ্গের অন্যতম এই মেলা আনুষ্ঠানিকভাবে তিন দিন হলেও মেলা চলে মাসব্যাপী।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা থেকে আসা মিষ্টি ব্যাবসায়ী দিনবন্ধু চন্দ্র সাহা বলেন, 'কেনাবেচা মোটামুটি ভালোই হচ্ছে। আমাদের বিশেষ আয়োজন হচ্ছে বালিশ মিষ্টি। প্রতি পিস বড় বালিশ মিষ্টি ৮০০ টাকা। আর দুইটা মিলে একপিসের দাম ১৫০০ টাকা। যা প্রতিটা লম্বায় প্রায় পোনে একহাত, ওজনে প্রায় ২ থেকে আড়াই কেজির বেশি হবে। তবে ছোট সাইজের বালিশ মিষ্টির দাম ৪০০ টাকা, প্রতি জোড়া ৮০০ টাকা।
দোকানের পিছনেই মিষ্টি তৈরি করা হয়। একেবারে টাটকা মিষ্টি বিক্রি করছি আমরা। প্রতি দিন গড়ে ছোট-বড় মিলিয়ে ৬ শত পিস বালিশ মিষ্টি বিক্রি হয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct