আপনজন ডেস্ক: দিল্লির নিজামুদ্দিনের তবলিগি মারকাজ করোনার সংক্রমণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ২০২০ সালের মার্চ মাসে। তার প্রায় এক বছর পর রবিবার ফের খুলে দেওযা হল তবলিগি মারকাজের এই সদর দফতর। শবেবরাত উপলক্ষে মাত্র ৫০ জনের প্রবেশের অনুমদিত ছিল তবলিগি মারকাজে। গেটের ধারে ছিল সশস্ত্র পুলিশ। তারাই এক একজন মুসল্লিকে পরীক্ষা করার পর নিজামুদ্দিন মারকাজের ভিতরে প্রবেশ করতে দেয়।
উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ২০২০ সালের ৩১ মার্চ থেকে বন্ধ করে দেওয়া দিল্লির নিজামুদ্দিনে তবলিলিগি মার্কাজের সদর দফতর খুলে দেওয়া হোক। সেই মামলার ভিত্তিতে দিল্লি হাইকার্ট এক রায়ে শববেরাত উপলক্ষে ৫০ জন ধর্মপ্রাণ মুসলিমকে নিজামুদ্দিনকে প্রবেশেন অনুমতি দেয়। সেইমতো নিজামুদ্দিন তবলিগি মারকাজ রবিবার খুলে দেওয়া হয়।
তবে, মাত্র ৫০ জনকে নিজামুদ্দিন মারকাজে প্রবেশ করতে দেওয়ায় মুসলিমদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের বক্তব্য, যেখানে অন্য ধর্মস্থানগুলিতে অবাধে যেতে দেওয়া হচ্ছে সেখানে তবলিগি মারকাজের ক্ষেত্রে এই কড়াকড়ি কেন। তবে, নিজামুদ্দিন তবলিগি মারকাজের পক্ষ থেকে জানানো হয়, এদিন করোনা বিধি মেনে তবে সবাইকে ভিতরে প্রবেশ করানো হয়। সামাজিক দূরত্বও বজায় রাখা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct