আপনজন ডেস্ক: ভায়বহ বিস্ফোরণের ঘটানা ঘটল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় একটি তেল ও প্রাকৃতিক গ্যাস শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ফলে দা্টউ দা্নউ করে জ্বলতে থাকে। সোমবার ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, জাভা প্রদেশের ইন্দ্রামায়ু অঞ্চলে রাষ্ট্রীয় মালিকানাধীন বালাগান তেল শোধনাগারে এ বিস্ফোরণের ঘটে। এতে সেখানে আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত পাঁচ ব্যক্তি আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর বিশাল এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়।
শোধনাগারটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় তেল সংস্থা পার্টামিনা সোমবার জানিয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সংলগ্ন এলাকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। এলাকায় ভারী বর্ষণ ও বজ্রপাতের পরই তেল শোধনাগারটিতে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনের লেলিহান শিখা দেখা গেছে। পার্টামিনার এক বিবৃতিতে বলা হয়েছে, শোধনাগারটি দৈনিক এক লাখ ২৫ ব্যারেল তেল প্রক্রিয়াজাত করতে সক্ষম। সোমবার ভোরে প্রবল বর্ষণ ও বজ্রপাতের মধ্যে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
পার্টামিনার মুখপাত্র ইফকি সুকারিয়া জানান, এ ঘটনায় দগ্ধ হওয়া পাঁচ ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের কেউ কেউ আগুন লাগার সময় শোধনাগারের কাছ দিয়ে যাচ্ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct