আপনজন ডেস্ক: রমযান মাস শুরু হতে আর বেশি দেরি নেই। তার আগে করোনা পরিস্থিতিতে সৌদি আরবের দুই পবিত্র মসজিদ কাবা শরীফ ও মসজিদে নববিতে তারাবিহ ও ইতেকাফ নিয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে সেদেশের সরকার। রমযান উপলক্ষে সৌদি সরকারের পরিকল্পনার কথা ঘোষণা করেছে মসজিদুল হারাম পরিচালনা কমিটি।
রোববার মক্কা ও মদিনা পবিত্র মসজিদ বিষয়ক কমিটির প্রেসিডেন্ট শেখ আব্দুর রহমান আল সুদাইসে এক সাংবাদিক সম্মেলনে রমযান মাস চলাকালনি তারাবহি ও ইতেকাফ নিয়ে সরকারি পরিকল্পনা প্রকাশ করেন।
করোনা মহামারি বিবেচনায় এসব পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এতে বলা হয়, হারামাইন শরিফাইনে তারাবির নামাজ ১০ রাকাত পড়ানো হবে। পাশাপাশি তাহাজ্জুদ হবে তিন রাকাত।
ইবাদতকারীদের মসজিদুল হারামের আবদুল্লাহ সম্প্রসারণ এলাকার, প্রথম তালা, ছাদ এবং প্রাঙ্গণে ইবাদতের অনুমতি দেওয়া হবে। তবে ইবাদতকারীদের জন্য মাতাফ বন্ধ থাকবে।
তবে, যারা উমরাহ পালন করবেন তাদের জন্য আরও কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। তার ফলে উমরাহ পালনকারীরা কাবা স্পর্শ করতে পারবেন না। ইফতার বাইরে থেকে সরবরাহ স্থগিত থাকবে, এর পরিবর্তে পৃথক ইফতার বিতরণ করা হবে।
শেষ দশ দিন এতেকাফ বন্ধ থাকবে। বোতলে জমজমের জল সরবরাহ করা হবে। গ্র্যান্ড মসজিদে প্রবেশের অনুমতি কেবলমাত্র ইটমারনা অ্যাপের মাধ্যমে ইস্যু করা বৈধ পারমিটের সাথে অনুমোদিত হবে।
যেহেতু বিদেশ থেকে বহু যাত্রী উমরাহ পালনে কাবা শরিফ ও মদিনায় অবস্থান করেন, তাই করোনা প্রতিরোধে উমরাহ পালনে এই বিশেষ সতর্কতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct