কুতুবউদ্দিন মোল্লা, ঢোসা: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিভাস সরদার বাড়ি বাড়ি এসে প্রচার করলেন। একুশের নির্বাচনে রাজ্যজুড়ে চলছে জোর প্রচার। ভোট প্রচারে বাম ডান সব পক্ষ। একুশের বিধানসভা নির্বাচনে কে দখর করবে বাংলার কুর্সি দখল তা নিয়ে পাখির চোখ করে তাকিয়ে রাজ্যবাসী। তাই প্রচারে মানুষের থেকে জানতে চান প্রার্থী বারুইপুর বিধানসভা কেন্দ্রের বিভাস সরদার। শ্যামনগর, ভেরি ধার গ্রামের মানুষদের কাছে যান। একটা একটা করে তাদের সমস্যার কথা জানান।
তারা জানান, প্রথম সমস্যা পানীয় জলের সংকট ও বিদ্যুৎ বিশেষ করে। অভিযোগ ধোসা চন্দনেশ্বর অঞ্চলের শ্যামনগর, গোবিন্দপুর, বাগচী, এই সমস্ত গ্রামে ঠিকমতো বিদ্যুৎ থাকলেও পাওয়া যায় না। সব কথা শোনার পরে বারুইপুর পূর্বে বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিভাস সরদার আশ্বাস দেন এলাকাবাসীকে। বিভাসের দাবি, ফের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে। তাই এলাকার সমস্ত জায়গা পানীয় জল বিদ্যুৎ সমস্যার সমাধান করব বলে আশ্বাস দেন এলাকার বাসিন্দাদের।
এর পাশাপাশি এলাকার মন্দির, মসজিদ গিয়ে প্রার্থনা ও পুজো দিতে দেখা যায় বারুইপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী বিভাস সরদার কে।
তবে, এই সমস্ত এলাকা মানুষজনকে তিনি বোঝানোর চেষ্টা করেন, বর্তমান বিজেপি সরকার পেট্রোল-ডিজেলের দাম মূল্য বৃদ্ধি করেছে। তাতে খেটে খাওয়া শ্রমিকদেরকে খুবই সমস্যায় পড়তে হচ্ছে। এই বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে, এই দেশটি কি বিক্রি করে দেবে। তবে তাদেরকে ভোট নয়। তৃণমূল কংগ্রেস ভোট দিন। তার নির্বাচনী প্রচার রীতিমতো জনজোয়ারে পরিণত হয়। কোথাও তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় আবার কোথাও মিষ্টিমুখের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। তাকে সমর্থন করে, তার প্রচারে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক অংশগ্রহণ করে। উপস্থিত জয়নগর ১ নম্বর ব্লক সভাপতি তপন কুমার মণ্ডল, ধোসা চন্দনেশ্বর অঞ্চলের বুথ সভাপতি সুব্রত মণ্ডল, মুন্না শেখ, মোজাম্মেল মোল্লা ও তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct