সেখ আনোয়ার হোসেন, হলদিয়া: শ্রমিক নেতা মিলন মণ্ডলের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের হলদিয়া বিধানসভার প্রার্থী স্বপন নস্করের সমর্থনে মিছিল হয় শনিবার বিকালে। মিছিলটি মঞ্জুশ্রী স্কয়ার থেকে সিপিটি মার্কেট পর্যন্ত যায় সেই সঙ্গে সিপিটি মার্কেটে জনসভা হয়। মিছিলে পা মেলান কয়েক হাজার শিল্প শ্রমিক সহ আমজনতা। এক শিল্প শ্রমিক বলেন, আমরা খুশি এবং আনন্দিত বহুদিন পরে হলদিয়ায় শিল্প শ্রমিক দরদী নেতা মিলন মণ্ডল মিছিল করেছে আমাদের শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরবেন আমরা অপেক্ষায় ছিলাম।
মিলন মণ্ডল মাঠে নামায় হলদিয়ায় শ্রমিক উজ্জীবিত। হলদিয়ার বিধানসভার নির্বাচন ১ লা এপ্রিল এই মিছিলের ফলে তৃণমূল বেশ কিছুটা অক্সিজেন পেল বলে মনে করছে রাজনৈতিক মহল এই মিছিল থেকে প্রমাণিত করার চেষ্টা করলো তৃণমূল কংগ্রেস শিল্প শ্রমিক তাদের পাশেই আছে। সিপিএম থেকে দলবদল করে বিজেপিতে যোগদান করেছেন সিপিআইএমের তৎকালীন বিধায়িকা তাপসী মণ্ডল। ফলে সিপিএমের গড় বলে পরিচিত হলদিয়া বিধানসভায় ক্ষয়িষ্ণু ফলে সিপিএম চাপের মধ্যে আছে।
অপরদিকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান কড়াই তৃণমূল কংগ্রেস সংগঠন নড়বড়ে। দলবদলু সিপিএমের বিধায়ক বিজেপির প্রার্থী হওয়ায় আদি নব্য বিজেপি অন্তর্দ্বন্দ্ব চরমে। মিলন মণ্ডল শ্রমিকদের উদ্দেশে বলেন, তৃতীয়বারের জন্য বাংলার মসনদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলে আমরা শ্রমিকের ছোট বড় থেকে চার্টার ডিমান্ড, যা সমস্যা আছে আমরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মিছিলে পা মেলান হলদিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন নস্কর,সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি আনজুমা বিবি, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তাপস কুমার মাইতি সহ একাধিক নেতৃত্ব এই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct