আপনজন ডেস্ক: সৌদি আরবে এবার ব্যালেস্টিক হামলা চালাল ইয়েমেন। এ ব্যাপারে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার জানান, এবারের হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে জুলফিকার, বাদ্র ও সায়ির মডেলের ক্ষেপণাস্ত্রও রয়েছে। ড্রোনগুলোর বেশিরভাগই ছিল ‘সামাদ-৩’ মডেলের।
সংবাদ সংস্থা সুত্রে জানা গেছে, , ১৮টি ড্রোন ও ৮টি ক্ষেপণাস্ত্রের সাহায্যে সৌদি আরবে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসন শুরুর বার্ষিকীতে পাল্টা এই আক্রমণ চালাল ইয়েমেনিরা। ২০১৫ সালের ২৬ মার্চ ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো।
ইয়াহিয়া সারি আরও বলেন, ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে রাস আল তানুরায় আরামকো কোম্পানির পাশাপাশি আরও কয়েকটি অবস্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া দাম্মামের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতেও আঘাত হেনেছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এর চেয়েও কঠোর ও ধ্বংসাত্মক হামলা চালাতে ইয়েয়েনিরা প্রস্তুত রয়েছে বলে তিনি জানিয়েছেন।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসন এখনও চলছে। এতে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আঞ্চলিক দেশ এবং ইউরোপ ও আমেরিকা। ইয়েমেনিরা এই আগ্রাসনের জন্য আমেরিকাকেও দায়ী বলে মনে করে।কেননা, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে পিয়ংইয়ংয়ের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো নিষিদ্ধ করা হয়।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ৮ থেকে ১৮ মার্চ পর্যন্ত তাদের বার্ষিক বসন্তকালীন সামরিক মহড়া চালানোর পর দক্ষিণ কোরয়িা এ দুই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct