আপনজন ডেস্ক: দিল্লি দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ২২ বছরের ছেলে জেল বন্দি। সংসারে রোজগারের আর কেউ নেই। তাই বাধ্য হয়ে ৫০ বছর বয়সি মা ভিক্ষা করেই দিনযাপন করছেন। এই মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে উত্তর দিল্লির খাজুরি খাস এলাকায়। এ ব্যাপারে ওই ভিক্ষাবৃত্তি করা বৃদ্ধা তাবাসসুম জানান, গত বছরের সার্চ মাসে যখন কাজ সেরে তার ২২ বছর বয়সি ছেলে শাহাবুদ্দিন বাড়ি ফিরছিলেন তখন দিল্লি পুলিশ তাকে তুলে নিয়ে যায়। সেই থেকে গত এক বছর ধরে জেলবন্দি শাহাবুদ্দিন। তাবাসসুমের স্বামী বছর দুয়ের আগে মারা যাওয়ায় তিন সন্তানের সংসারে একমাত্র উপার্জনকারী ছিলেন শাহাবুদ্দিন। মাসে হাজার টাকা বাড়ি ভাড়া গুনতে হয়। তাই সন্তানদের মুখে অন্ন জোগাতে বাধ্য হয়ে তাকে রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে সংসার চালানো ছাড়া উপায় নেই। ওই মহিলা আরও জানান, তিনি কাছাকািছ একটি বাড়িতে বাসনপত্র দোয়ার কাজ করতেন। এখন কোনও কাজ নেই। কারণ, মিুসলিম বলে ওই বাড়িতে আর ঢুকতে দেওয়া হয় না। তাই নিরুপায় হয়েই ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে বলে তিনি জানান।
একদিনে সংসার চালানোর অর্থ নেই অন্যদিকে আইনজীবী দিয়ে ছেলের জামিন করার সামর্থ্য নেই তার। তাই এগিয়ে এসেছেন এক স্বেচ্ছাসেবী সংস্থা সেবা ভারতের কর্মী চাঁদ বি।
যদিও চাঁদ বি জানান ভিক্ষা করেই কিছু পয়সা তাকে দিয়েছেন যাতে আইনজীবী দিয়ে ছেলের জামিন করানো হয়। আগামী সোমবার বা মঙ্গলবার তার জামিনের আবেদন করা হবে বলে তিনি জানান।
তিনি আরও জানান, বাববু নামে স্থানীয় এক ব্যক্তিকে খুনের অভিযোগে শাহাবুদ্দিনকে গ্রেফতার করা হয়। কিন্তু বাববুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ তাদেরকে বলেছে দোষীকে শনাক্ত করতে না পারায় কাউকে গ্রেফতার করা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct