আপনজন ডেস্ক: দলীয় সভা থেকে ফের সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ডেবরার মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কে কোন ধর্মের মানুষ তা নিয়ে তার কোনও ছুঁৎমার্গ নেই। মমতা নিজেই জানালেন তিনিও হিন্দু বাড়ির মেয়ে। তার কাজ হিন্দুদেরও রক্ষা করা, মুসলিমদেরও রক্ষা করা, খ্রিস্টানদেরও রক্ষা করা, আদিবাসী বাগদি বাউরিদেরও রক্ষা করা। এটাই আমার শিক্ষাই তিনি পেয়েছেন বলে জানান মমতা। সেই সঙ্গে প্রতিশ্রুতি দেন, মাতৃবন্দনা নামে একটি প্রকল্প আনা হবে যে প্রকল্পে ১০ লক্ষ মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীতে স্তান পাবেন।
ডেবরার জনসভা বিজেপির বিরুদ্ধে সরব হলেও বেশি আক্রমণাত্মক ছিলেন দাসপুরের সভায়।
তৃণমূল নেত্রী লাগাতার বহিরাগত গুন্ডাদের রোখার কথা বলেছিলেন। এবার পূর্ব মেদিনীপুরে ‘বহিরাগত’ গুন্ডারা অস্ত্র হাতে ধরা পড়েছে বলে খোদ জানালেন মমতা। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সভায় তিনি বলেন, ‘সব খবর আমার কাছে আছে। আপনারা জানেন, কাঁথি বাসস্ট্যান্ড থেকে রাত ১১টার সময় উত্তরপ্রদেশের ৩০ জন গুণ্ডা অস্ত্র হাতে ধরা পড়েছে।’
এটা যে শুধু কথার কথা নয় না বোঝাতে সক্রিয় হর তৃণমূল কংগ্রেস। কাঁথির খবরে বিচলিত তৃণমূলের আশঙ্কা পূর্ব মেদিনীপুরে ভোটগ্রহণের দিন অশান্তি সৃষ্টি হতে পারে। তাই সেই অভিযোগ নিয়ে শুক্রবার দুপুরে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও ডেরেক ও ব্রায়েন নির্বাচন কমিশনের দফতরে গিয়ে চিঠি দিয়ে অভিযোগ জানান। তাদের অভিযোগ, নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় ঢুকেছে বহিরাগত দুষ্কৃতীরা। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিক নির্বাচন কমিশন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct