আপনজন ডেস্ক: আপনজন ডেস্ক: বিধ্বংসী ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেল আমেরিকার দক্ষিণাঞ্চলের আলাবামা প্রদেশ।বৃহস্পতিবার ভয়াবহ ঘূর্ণিঝড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তছনছ করে দিয়েছে ঘরবাড়ি, গাছপালা। হাজার হাজার মানুষ বিদ্যুৎ সংযোগহীন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কার্যত বিধ্বস্ত জনজীবন। মৃতরা সকলেই আলাবামার পূর্ব প্রান্তে কলহন কাউন্টির বাসিন্দা। মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।সেখানে আছড়ে পড়েছিল অন্যতম শক্তিশালী টর্নেডো। পরে সেটি জর্জিয়ার দিকে চলে যায়।
ওহাটচি অঞ্চলের কাছে শত শত বাড়ি গুঁড়িয়ে দিয়েছে টর্নেডো। কোথাও বা উড়িয়ে নিয়ে গিয়েছে ঘরের ছাদ। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে চারপাশ লণ্ডভণ্ড হয়ে গেছে। এতো জোরে বৃষ্টি পড়ছিল দেখতে পাচ্ছিলো না কেউ।
চারপাশে ঘন অন্ধকার নেমে এসেছিল। সব মিলিয়ে অন্তত আটটি টর্নেডো আছড়ে পড়েছিল বলে জানা গিয়েছে। যার মধ্যে দু’টি ছিল দীর্ঘস্থায়ী। প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই এলাকাটিতে ‘এমার্জেন্সি’ ঘোষণা করেছেন আলবামার গভর্নর। এদিকে আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনের শুক্রবারই আলাবামায় আসার কথা ছিল। ঝড়ের পরে তিনি তাঁর সফর স্থগিত রেখেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct