আপনজন ডেস্ক: ইঞ্জিনিয়ারিংয়ের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা জেইই-মেইন পরীক্ষা ২০২১-এর ফল প্রকাশিত হল আজ বৃহস্পতিবার। গত ১৬ থেকে ১৮ মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেইই মেইন পরীক্ষায় এবার সবাইকে তাক লাগিয়ে প্রথম হয়েছেন দিল্লির মেয়ে কাব্য চোপড়া। কাব্য চোপড়া ৩০০ নম্বরের মধ্যে ৩০০ নম্বরই পেয়েছেন। জেইই-র ইতিহাসে এই প্রথম কোনও মহিলা প্রথম স্থান অধিকার করলেন।
কাব্য চোপড়া গত ফেব্রুয়ারি মাসে হওয়া জেইই পরীক্ষায়ও বসেছিলেন্ কিন্তু তাতে ৯৯.৯ পার্সেন্টাইল নম্বর পাওয়ায় সন্তুষ্ট হননি। তাই ফের গত মার্চের জেইই পরীক্ষায় বসেন। তারপরই তার ইচ্ছা পূরণ হল ৩০০ নম্বরের মধ্যে ৩০০ নম্বর পেয়েছে রেকর্ড গড়লেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আয়োজিত জেইই মেইন পরীক্ষায় শীর্ষ স্থঅন অধিকার করে কাব্য চোপড়া এখন প্রস্তুতি নিচ্ছেন জেইই অ্যাডভান্সের জন্য।
উল্লেখ্য, এই জেইই মেইন পরীক্ষায় ৬,১৯,৬৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।বিদেশের ১২টি ন্টোর সহ দেশের মধ্যে ৩৩৪ শহরের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct