আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. কাফিল খানের বিরুদ্ধে সিএএ বিরোধী বক্তব্য রাখার দায়ে ফৌজদারী অভিযোগ তুলে নেওয়ার ব্যাপারে যোগী সরকারের মনোভাব জানতে চাইল এলাহাবাদ হাইকোর্ট। ২০১৯ সালের ডিসেম্বর মাসে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ডা. কাফিল খান যে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বক্তব্য রেখেছিলেন তার দায়ে বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে উত্তরপ্রাদেশ পুলিশ। ফৌজদারি আইনের ৪৮২ ধারায় ও ১৫৩এ ধারায় যে চার্জশিট দেওয়া হয়েছে তাকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেন ডা. কাফিল খান। বিচারপতি যে যে মুনির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ৬ এপ্রিল।
উল্লেখ্য, আলীগড় থানা ডা. কাফিল খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিএএ বিরোধী বক্তব্য রাখার দায়ে। এমনকি তাকে গ্রেফতার করা হয় মুম্বাই থেকে। পরে আদালতের নির্দেশে ছাড়া পান কাফিল খান। তবে তার চাকরির উপর থেকে এখনো সাসপেনশন তুলে নেওয়া হয়নি। নিরাপত্তার অভাব বোধ করে ডা. কাফিল খান অবশ্য এখন রাজস্থানে আশ্রয় নিয়েছেন।
উল্লেখ্য, উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে অক্সিজেনের এভাবে মৃত্যুমুখ থেকে শতাধিক শিশুকে বাঁচিয়েছিলেন। নিজে অক্সিজেন জোগাড় করে ওই সব শিশুদের বাঁচানোর মিডিয়ার চোখে হিরো হয়ে উঠেছিলেন ডা. কাফিল খান। সেই হিরো হয়ে ওঠা সহ্য কোনো বা পেরে উত্তরপ্রদেশের যোগী সরকার তাকে সাসপেন্ড করে। এর নানা মামলায় তাকে জেলবন্দি করে। ডা. কাফিল খান এখন জেলমুক্ত হয়ে তার বিরুদ্ধে যোগী সরকারের ফৌজদারি অভিযোগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের শরণাপন্ন হন। সেই মামলায় এলাহাবাদ হাইকোর্ট যোগী সরকারের অবস্থান জানতে চেয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct