আপনজন ডেস্ক: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনকে ঘিরে কৌতূহলের অন্ত নেই। তার মধ্যে বিভিন্ন সমীক্ষক সংস্থা নির্বাচন নিয়ে মানুষের মতামত তুলে ধরায় রাজনৈতিক পারদ ক্রমশ বাড়ছে। বুধবার টিভি চ্যানেল টাইমস নাউ ও সমীক্ষক সংস্থা সি-ভোটারের যৌথ উদ্যোগে নেওয়া প্রাক নির্বাচনী সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে ইঙ্গিত মিলছে, পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাডু বিজেপির ক্ষমতায় আসতে পারছে না। পুদুচেরিতে কংগ্রেসের ভাঙনে ফায়দা লুটতে পারে বিজেপি। আর অসমে বিরোধী দল কংগ্রেস-আজমল জোটের সঙ্গে কানায় কানায় অবস্থান করে ফের ক্ষমতায় থাকার ইঙ্গিত দিয়েছে ওই সমীক্ষা। অন্যদিকে, পশ্চিমবঙ্গে যে বিজেপির পরিবর্তনের সরকার গড়ার স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন ভঙ্গের ইঙ্গিত দিয়েছে টাইমস নাউ ও সি-ভোটারের সমীক্ষা রিপোর্ট। ওই রিপোর্ট বলছে, লোকসভার নিরিখে সামান্য আসন বাড়ার সম্ভাবনা থাকলেও ক্ষমতা পাওয়া থেকে অনেক দূরে অবস্থান করছে। বিজেপি মেরে কেটে ১০৯ টা থেকে ১১২টা আসন পেতে পারে বলে ওই সমীক্ষা রিপোর্ট বলছে। সেক্ষেত্রে ২০১৬ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ৪৪.৯ শতাংশ ভোট পেয়েছিল তা এবার ২.৮ শতাংশ কমে ৪২.১ শতাংশ হতে পারে। আর বিজেপি পেতে পারে ৩৭.৪ শতাংশ। সেক্ষেত্রে বাম-কংগ্রেস আইএসএফ জোট ১৩ শতাংশ ভোট পেতে পারে।
এই সমীক্ষায় বলছে, তৃণমূল কংগ্রেস ১৫২েটা থেকে সর্বোচ্চ ১৬৮টি আসন পেতে পারে। বিজেপি ১০৪টা আসনে থেকে সর্বোচ্চ পেতে পারে ১২০টি আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৮টা থেকে ২৬টা আসন। অন্যদিকে, সমীক্ষা ৩২.৬ শতাংশ মানুষ বলছেন বাম কংগ্রেস আইসএফ জোট তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে থাবা বসাতে পারে। আর সংযুক্ত মোর্চা ভোট বাগের ফলে বিজেপিকে সুবিধা করে দিতে পারে বলছেন ৩৯.৩ শতাংশ মানুষ। তবে, ৪২.৩ শতাংশ মানুষ মনে করছেন নন্দীগ্রামের ঘটনায় মমতা সহানুভূতি কুড়োবেন ভোটারদের।
সর্ব সাকুল্যে যা ইঙ্গিত দিয়েছে টাইমস নাউ ও সি-ভোটারের সমীক্ষা তাতে বাংলা দখল অধরা হয়ে থাকবে বিজেপির। এছাড়া, কেরল, পুদুচেরিতে বিজেপি ক্ষমতায় আসতে পারছে না বলে ইঙ্গিত মেলার পর তামিলনাডুতে বিজেপি জোটের ক্ষমতা হারানোর আভাস মিলেছে। আর অসমে কংগ্রেস জোটের সঙ্গে খুব কম পার্থক্যে এগিয়ে থাকছে বিজেপি। অসমে এনডিএ ৬২ থেকে ৭৫ ও ইউপিএ-র ৫২ থেকে ৬০ আসন পাওয়ার সম্ভাবনা। তামিলনাডুতে এবার ডিএমকে জোটের জয়ের সম্ভাবনার কথা উঠে এসেছে সমীক্ষায়। তাতে দেখা যাচ্ছে এবার হারতে চলেছে শাসক দল বিজেপি জোট। এআইডিএমকে জোট পেতে পারে ৪৫ থেকে ৫৩টি আসন। আর কংগ্রেস ডিএমকে জোট পেতে পারে ১৭২ থেকে ১৮১টি আসন। ফলে বিজেপি এবার তামিলনাডুর শাসন ক্ষমতা থেকে সরতে পারে।
অন্যদিকে, পুদুচেরিতে কংগ্রেসের শাসন ক্ষমতা কেড়ে নিতে পারে বিজেপি জোট। আর কেরলে কিন্তু বিজেপি কল্কে পাচ্ছে না। সমীক্ষা বলছে কেরলে ফের ক্ষমতায় আসতে চলেছে বাম শাসিত এলডিএফ। তারা পেতে পারে ৭১ থেকে ৮৩টি আসন। আর কংগ্রেসের ইউডিএফ জোট পেতে পারে ৫৬ থেকে ৬৮টি ভোট। তবে, বিজেপি শূন্য থেকে বড় জোর দুটি আসন পেতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct