মোহাম্মদ সানাউল্লা, মুরারই: প্রার্থী বদলের দাবিতে কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করল বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। মঙ্গলবার দুপুরের দিকে প্রকাশ্য কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ঘটনাটি ঘটেছে মুরারয় কংগ্রেস ভবনে। প্রদেশ কংগ্রেস মুরারয় কেন্দ্রে প্রার্থী করেছেন মোহাম্মদ আসিফ ইকবালকে। বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী টিপু মিয়ার অভিযোগ প্রার্থী ঘোষণার পর এখনো একটিও দেওয়াল লিখন হয়নি। আমরা প্রার্থী বদল চাই। স্থানীয় কংগ্রেস নেতা মোঃ মোতাহার হোসেন বলেন, আমাদের দলীয় কার্যালয় বন্ধই ছিলো। কথা বলার নাম করে ডেকে আনে স্থানীয় কংগ্রেস কর্মী-সমর্থকরা। তারপর দলীয় কার্যালয় খুলে আলোচনা শুরু হতেই বচসা এবং আসবাবপত্র ভাঙচুর করা হয়। শুধু তাই নয় ,স্থানীয় নেতাদের মারধর করা হয়। তারপর ঘন্টা দুয়েক তালা বন্ধ করে আটকে রাখে। বিক্ষোভ কারীদের অভিযোগ, স্থানীয় নেতৃত্ব টাকা খেয়ে আসিফ ইকবালকে প্রার্থী করেছে। কংগ্রেসের প্রদেশ সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম সিদ্দিকী বলেন, তৃণমূলের গুন্ডা বাহিনী এসব করেছে। যারা কোনদিন কংগ্রেসের ঝান্ডা ধরেনি। তাদের কোনদিন কংগ্রেসের মিটিং মিছিলে দেখা যায়নি। যদিও স্থানীয় তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেসের গোষ্ঠী কোন্দল বলে মন্তব্য করেছেন।অপরদিকে বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ বলেন, অবাঞ্ছিত এরকম কিছু ঘটনা ঘটে থাকলে, অবশ্যই পরবর্তীতে সবকিছু ঠিক হয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct