সেখ মহম্মদ ইমরান, কেশপুর: কেশপুর সন্ত্রাসের কাছে মাথা নত করেনি, কেশপুর সিপিএমের কাছে মাথা নত করে নি, কেশপুর বহিরাগতদের কাছে মাথা নত করবে না। কেশপুর সিপিএমের শেষপুর হয়েছিল, এবার কেশপুর বিজেপির শেষপুর হবে। কেশপুর বিধানসভার তৃণমূল প্রার্থী শিউলি সাহার সমর্থনে আনন্দপুর মাঠে নির্বাচনী সভায় বলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেশপুরের মাটি থেকে শুভেন্দু অধিকারীর নাম না করে কটাক্ষ করে বলেন, কেশপুরের মাটি বেইমানদের মাটি নয় বেইমানরা এখানে কোন স্থান পাবে না। মেদিনীপুরের মানুষ কোনদিন বিশ্বাসঘাতক,মীরজাফরদের সমর্থন করবে না। বুক চিতিয়ে লড়াই করতে জানে। কেশপুরের মানুষ আমাদের সাথে ছিল আছে এবং থাকবে। সেই সঙ্গে তিনি বলেন, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী নবান্নে প্রতিষ্ঠা করাই নয়, তৃতীয়বার মা-মাটি-মানুষ সরকার প্রতিষ্ঠা করাই নয় , এই লড়াই বাংলা দখল করার লড়াই, বহিরাগত গুলোকে বাংলা থেকে বিতাড়িত করার লড়াই। বাংলার মানুষকে দিল্লির বুকে আমরা মাথা নত করতে দেবো না। আমি দায়িত্ব নিয়ে কেশপুরের মাটিতে বলে যাচ্ছি, যারা ভাবছে টাকা দিয়ে ভোট করবো। নেতা বিক্রি হয়, কর্মী আর মানুষ বিক্রি হয় না । টাকা দিয়ে কাদের কিনবে? ভোট করবে কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী গতিধারা প্রকল্প, সমব্যথী ও বাংলার খেটেখাওয়া ভাইবোনেরা ।যদি আপনাদের টাকা দেয়, আমি আপনাদের অনুরোধ করবো টাকা নিয়ে নেবেন, বড় ফুলের টাকা নেবেন আর ছোট ফুলে ভোট দেবেন। যেভাবে উনিশে আপনাদের প্রতারণা করেছিল।
অভিষেক এদিন মঞ্চ থেকে বিজেপি সরকারের উদ্দেশ্যে বলেন, লড়াই যদি হয় কোন রাজনৈতিক দলের মধ্যে হয়, সেটা রিপোর্ট কার্ডের ভিত্তিতে হওয়া উচিত। তোমরা সর্ব বৃহৎ রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস দল আঞ্চলিক দল। তিনি চ্যালেঞ্জ করে বলেন, যদি সাহস থাকে তাহলে সময়, মঞ্চ,সঞ্চালক ঠিক করুন আমি একদিকে,আর আপনার দলের নেতা আসুন চ্যালেঞ্জ রইল। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে স্বাস্থ্য সাথীর কার্ড গৃহকর্ত্রীর নামে করা হয়েছে যাতে করে তার শশুরের পরিবার ও পিতার পরিবার উভয়ই উপকৃত হয়। এছাড়াও তিনি এদিন তৃণমূলের ইশতেহার ও উন্নয়ন গুলো তুলে ধরেন।
এদিন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি, ব্লক যুব সভাপতি আসিফ ইকবাল, জেলা সম্পাদক মহম্মদ রফিক, জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, সহ সভাপতি নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct