মহিউদ্দিন আহমেদ, রামপুরহাট: সমাজের পিছিয়ে পড়া, পিছনে পড়ে থাকা মানুষের কাছে পৌছে তাদের অভাব অভিযোগ শুনছেন তিনি। গ্রাম থেকে গ্রামান্তর লাল মাটির মেঠো পথ, সবুজ ধান ক্ষেতের পাশ দিয়ে বয়ে চলা রাস্তায় পায়ে হেঁটে, গ্রামের মাটির রাস্তা দিয়ে হেঁটে ঘড়ের ভিতর থেকে আকাশ দেখা যায়, মাটির আধ ভাঙ্গা দেওয়ালের আড়ালে যে সব গরিব মানুষের বসবাস সেই সব মানুষের বাড়ী বাড়ী ঘুড়ছেন বীরভূমের বাম ও গনতান্ত্রিক আন্দোলনের কর্মী পোড় খাওয়া রাজনীতিক সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী সঞ্জীব বর্মন গোপী। রামপুরহাটের দখলবাটি গ্রাম পাঞ্চায়েত এলাকার দিঘিরপাড়, শেরপুর, বামদেবপুর, কুতুবপুর সহ একাধিক গ্রামে নিবিড় প্রচার ও জন সংযোগেই জোড় দিচ্ছেন। জেলা সিপিআইএমের সম্পাদকমন্ডলীর সদস্য আজীবন বীরভূমের লাল মাটির গন্ধ তার শরীরে বয়ে যায়। সাদা পাজামা পাঞ্জাবী, আধ পাকা চুল দাড়ি নিয়ে তিনি ঘুড়ছেন গ্রাম থেকে গ্রামান্তরে। বিধায়ক প্রার্থী সঞ্জীব বর্মন বলেন, রাজ্যে উন্নয়নের নাম অনেক শুনেছি। কিন্তু শহর থেকে দূরের গ্রাম, গ্রামের গরিব দুঃস্হ খেটে খাওয়া, দিন আনা দিন খাওয়া মানুষগুলো এখনও জানে না উন্নয়ন পকেটে ভরে না মাথায় মাখে। উন্নয়ন হয়েছে শুনেছি, পেয়েছে মুষ্টিমেয় কিছু মানুষ। কিন্তু সমাজের সর্বস্তরে উন্নয়ন পৌছায় নি। উন্নয়নের সঠিক সজ্ঞাই বা কি বুঝতে পারছি না। গ্রামীন অর্থনীতি ধংস হয়ে গেছে। বলেন সংযুক্ত মোর্চার প্রার্থী সঞ্জীব বর্মন। সংযুক্তমোর্চার সিপিআইএম প্রার্থী আশাবাবদী তিনি জিতবেন সংখ্যাগরিষ্ঠ গরিব কৃষক দিনমজুরের সমর্থনে।
রামপুরহাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী। এখানে তৃনমূল কংগ্রেসের এক চেটিয়া দখলে। রাজ্যের কৃষিমন্ত্রী অধ্যাপক ডঃ আশীষ বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার ধারাবাহিক ভাবেই বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। রামপুরহাটের বিধায়ক মানেই ছোট বড় সবার জানা একটাই নাম অধ্যাপক আশীষ বন্দ্যোপাধ্যায়। মূলতঃ সঞ্জীব বর্মনের সঙ্গেই তার লড়াই। সঙ্গে প্রতিপক্ষ হিসেবে রয়েছে বিজেপিও। বিজেপির প্রার্থী শুভাশীষ চৌধুরী জেলার রাজনৈতিক মহলে পরিচিত মুখ বিজেপির দক্ষ সংগঠক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct