জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া : নির্বাচনী প্রচারে পুরুলিয়ায় এসে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে সাধারণ মানুষকে ভোট লুট আটকাতে নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় পুরুলিয়ায় তিনটি নির্বাচনী জনসভা করেন। এদিন তিনি প্রথম জনসভাটি করেন পাড়া বিধানসভার সাগড়কা মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী উমাপদ বাউরীর সমর্থনে, দ্বিতীয়টি করেন কাশিপুরের সেবাব্রত সংঘের ময়দানে প্রার্থী স্বপন বেলথরিয়ার সমর্থনে ও তৃতীয় জনসভাটি করেন রঘুনাথপুর বিধানসভার গোবাক নিতুড়িয়া ব্লকের কাছে প্রার্থী হাজারী বাউরীর সমর্থনে। এদিনের সভা থেকে তৃণমূল নেত্রী শুধু ‘খেলা হবে’ বললেন না, ‘জেতা হবে’ বলার সঙ্গে সঙ্গে ‘দেখা হবে’ও বললেন। তবে কাদের সঙ্গে দেখা হবে সে কথা অবশ্য খোলসা করে বলেননি।
এদিন পুরুলিয়ায় নির্বাচনী জনসভা করতে এসে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পুরুলিয়া ১ হাজার কোটি টাকার জল প্রকল্পের চিন্তা ধারা রয়েছে, আর এই জল প্রকল্পের সুবিধা পুরুলিয়ার ৫০ শতাংশ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। মাটির সৃষ্টি প্রকল্পের মাধ্যমে জঙ্গল মহলের চার জেলায় ২ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। ব্লকে ব্লকে ইংরেজি মিডিয়াম স্কুল খোলা হবে। এসসি, এসটি দের জন্য ১০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। তৃণমূল সরকার আবার ক্ষমতায় এলে দরজায় দরজায় রেশন পৌঁছে দেওয়া হবে। স্টুডেন্টদের জন্য ১০ লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে যার জন্য কোন জামিনদার লাগবে না। পুরুলিয়ার চাষিদেরকে আশ্বাস দিয়ে তিনি বলেন তারা ১০ হাজার টাকা করে পাবেন। পাশাপাশি আগামী মে মাস থেকে সব মহিলাদের জন্য ৫০০ টাকা এবং সিডিউল কাস্ট মহিলাদের জন্য ১ হাজার টাকা করে দেওয়া হবে।
এছাড়ও তিনি এদিন উপস্থিত কর্মী সামর্থকদের উদ্দেশে বার্তা দেন, যদি কেউ হিন্দিতে কথা বলেন তাহলে ধরে নেবেন তিনি বহিরাগত লোক। আরও বলেন আগামী দিনে মন্ডল কমিশনে ওবিসিতে অন্তর্ভুক্তির জন্য কমিটি গঠন করা হবে। বিজেপিকে নিশানা করে বলেন, নির্বাচনের আগে বিজেপি সরকার ১০০ টাকা গ্যাসের দাম কমাবে আর নির্বাচনের পরে ১৫০০ টাকা বাড়িয়ে দেবে। হুঁশিয়ারি দিয়ে বলেন বহিরাগত গুন্ডা দিয়ে বাংলা দখল করতে দেব না। কর্মী সমর্থকদের বলেন কেউ টাকা দিলে আপনারা নিয়ে নেবেন কিন্তু চোরেদের একটা ভোটও দেবেন না। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি না ছাড়ারও কথাও তিনি বলেন। খেলা হবে জেতা হবে দেখা হবে এমনই বার্তা দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শেষ করেন। এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরুলিয়ার তিনটি জনসভায় নেতা কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct