আপনজন ডেস্ক: পরিচালক মাকসুদ দেওয়ান ছিদ্দিককে হুমকি দেওয়ার মামলায় তিন আসামিকে ভালো ব্যবহার ও বৃক্ষরোপণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার এই রায় ঘোষণা করেন। আসামিরা হলেন—দেওয়ান প্রোপার্টিজ লিমিটেডের অপর ব্যবস্থাপনা পরিচালক জুয়েল হোসেন দেওয়ান, মানিক হোসেন দেওয়ান ও মুজাহিদুল ইসলাম। আদালতের সরকারি কৌঁসুলি আজাদ রহমান বলেন, বিচারক রায়ে উল্লেখ করেছেন- আসামিদের ছয় মাস প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থাকতে হবে। এ সময় আসামিরা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়াবেন না বা একই ধরনের অপরাধ আর করবেন না। তাঁরা শান্তি বজায় রাখবেন ও ভালো ব্যবহার করবেন। তাঁদের মধ্যে বিদ্যমান বিরোধ আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করবেন। আদালত ও আইন প্রয়োগকারী সংস্থা তলব করলে যথাসময়ে উপস্থিত হবেন। প্রবেশনকালে আসামিরা ১০টি গাছ (পাঁচটি বনজ ও পাঁচটি ফলদ) রোপণ করবেন। প্রবেশনকালে আসামিরা এসব শর্ত ভঙ্গ করলে বা তাদের আচরণ সন্তোষজনক না হলে প্রবেশন আদেশ বাতিল হবে বলে জানিয়েছেন বিচারক। তখন তাদের ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct