আপনজন ডেস্ক: ১৯ মার্চ মুক্তি পেয়েছে জন আব্রাহাম এবং ইমরান হাশমি অভিনীত ক্রাইম থ্রিলার অ্যাকশন ভিত্তিক সিনেমা ‘মুম্বাই সাগা'। করোনা পরিস্থিতির মধ্যেই সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি।প্রথম দিনে সিনেমা হলে ছিল দর্শক পরিপূর্ণ। যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা সূষ্টি হয়েছে। যেখানে করোনার দাপট দিনের পর দিন বাড়ছে, সেখানে সিনেমা হলে এতবেশি সংখ্যক দর্শক দেখে অবাক আমজনতা। যদিও ছবি মুক্তির প্রথম দিনে আয় ছিল ২.৮৩ কোটি টাকা। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরাও ধারণা করছিলেন সামনের দিনগুলোতে ছবিটির আয় বাড়বে। সে অনুমানই ঠিক হচ্ছে। মাত্র ৫০ কোটি টাকার বাজেটের ‘মুম্বাই সাগা’ছবিটি মুক্তির তিন দিনে আয় করেছে ৮.৬৫ কোটি টাকা। স্বাভাবিক পরিস্থিতি থাকলে ছবিটির আয় আরো বাড়তে পারতো। তবে বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে এখন পর্যন্ত ছবিটির আয়কে ‘বেশ ভালো' বলছেন ট্রেড অ্যানালিস্টরা। আশির দশকের প্রেক্ষাপটের ভিত্তিতে মুম্বাই শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত ‘মুম্বাই সাগা’। যেখানে অমর্ত্য রাও নামে এক গ্যাংস্টারের চরিত্রে একদম ছকভাঙা অভিনয়ে দেখা গেছে জন আব্রাহামকে। যিনি মূলত আশির দশকের মুম্বাই শহরের আন্ডারওয়ার্ল্ডকে নিজের পায়ের তলায় রাখতে চান। যার নানান অপরাধ ও অপকর্মকে ঘিরে এই সিনেমা নির্মিত। অপরদিকে ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমি। যার একমাত্র লক্ষ্য মুম্বাইকে যেকোন অপরাধ থেকে মুক্ত রাখা। অমর্ত্যর সাম্রাজ্যকে ভেঙে চুরে শেষ করা তার একমাত্র লক্ষ্য যেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct