বাইজিদ মণ্ডল, রায়দিঘি: সামনে বিধানসভা নির্বাচনে বিধায়ক পদপ্রার্থী হিসেবে রায়দীঘি থেকে নির্দল প্রার্থী হয়ে দেখা যাবে সৌভিক বাপূলিকে। এসডিও অফিসে এসে মহকুমা শাসক সুকান্ত সাহার হাতে নমিনেশন জমা দিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপির প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছে জেলার সমর্থকরা। কোথাও দল থেকে ইস্তফা, কোথাও আবার নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছেন বহু বিজেপি নেতা।
এই পরিস্থিতিতে তৃণমুল কংগ্রেস থেকে আগত শান্তনু বাপুলী বিজেপিতে এসে রায়দীঘি বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়ার পর প্রার্থী পছন্দ না হওয়ার জন্য আদি বিজেপি কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। সেই সূত্রে নিজের দল বিজেপি প্রার্থী হারানোর জন্য, দলের আদি বিজেপি কর্মী সৌভিক বাপুলি রায়দীঘি বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে লড়বেন। সৌভিক সাংবাদিকদের বলেন, আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আশীর্বাদ ও সালাম জানিয়ে উন্নয়নের লক্ষে মানুষের মূল্যবান ভোটটা আমার জন্য চাইব।তৃণমুল কংগ্রেস থেকে সদ্য আসা দল ত্যাগী শান্তনু বাপুলির উপর একরাশ ক্ষোভ তুলে ধরেন তিনি। নির্দল প্রার্থী হয়ে বিজেপি প্রার্থী সান্তনু বাপুলিকে হারানোর জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম বলে মন্তব্য করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct