আপনজন ডেস্ক: শিক্ষা দফতরের নির্দেশিকা মতো হাজার হাজার শিক্ষক শিক্ষিকা বিএড প্রশিক্ষণ সমাপ্ত করলেও প্রাপ্য ইনক্রিমেন্ট চালু হচ্ছে না বলে অভিযোগ। আরও অভিযোগ এরিয়ারের ফাইল ডিআই অফিস ও বিকাশ ভবনে আটকে রয়েছে কয়েক বছর ধরে। ইনক্রিমেন্ট লস্ট ও তৎসংক্রান্ত নানা জটিলতার কারণে এবার সমস্যার সম্মুখীন হচ্ছেন কয়েক হাজার বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা এমনটাই অভিযোগ শিক্ষকদের একাংশের।
এ ব্যাপারে শিক্ষা দফতরের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রিন্সিপাল সেক্রেটারি, স্কুল কমিশনারকে লিখিত আবেদন জানিয়েছে কয়েকটি শিক্ষক সংগঠন। তার মধ্যে অন্যতম হল অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
স্কুল শিক্ষা দফতরের কমিশনারকে যে সব বিষয় নিয়ে চিঠি লেখে তার মধ্যে অন্যতম হল: অধিকাংশ শিক্ষক নির্ধারিত ৫ বছরের মধ্যে তাদের বিএড প্রশিক্ষণ সম্পূর্ণ করতে পারেননি, বিএড কলেজের স্বল্পতাই কারণ, ২০১৫ সাল থেকে বিএড কোর্সের সময়সীমা বাড়িয়ে করা হয় ২ বছর, পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে আসন সংখ্যাও হ্রাস পেয়ে প্রায় অর্ধেক হয়ে যায়, স্নাতক বা স্নাতকোত্তরে ৫০% মার্কস না থাকায় ও উচ্চ মাধ্যমিক বিভাগের অপ্রচলিত কয়েকটি বিষয়ের মেথড সাবজেক্টের আসন অত্যন্ত কম থাকার কারণে ইনক্রিমেন্ট লস হয়েছে। এর ফলে বিএড প্রশিক্ষণ আরো কঠিন হয়ে পড়ে বলেই দাবি শিক্ষক মহলের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct