সেখ আনোয়ার হোসেন, কাঁথি: মমতা বন্দ্যোপাধ্যায় নন্ধীগ্রামে আহত হওয়ার পর হাসপাতালের শয্যা থেকে ভিডিও বার্তায় বলেছিলেন, তিনি ভাঙা পা নিয়েই নির্বাচনী প্রচারে বের হবেন। অদম্য মমতা হিাসপাতাল থেকে বাড়ি ফিরে ফের নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন ব্যান্ডেজ বাঁধা পা নিয়েই। আর ক্রমশ বিরোধীদের আক্রমণের তেজ বাড়িয়ে চলেছেন বিভিন্ন সভায়। রবিবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন অধিকারী পরিবারের খাসতালুক বলে পরিচিত কাঁথিতে সভায় অংশ নেন। এইদিনই আবার এলাকার সাংসদ শিশির অধিকারী বিজেপিতে যোগ দেন। তাই মমতা খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে সভায় বক্তব্য রাখেন।
ভাঙা পা যে তাকে দমিয়ে রাখতে পারবে না তা ফের প্রমাণ করে দিয়ে এদিন ভিড় ঠাসা সভায় মমতা নিজেকে একদিকে গাধার সঙ্গে যেমন তুলনা করেন, তেমনি তার ভাঙা পায়ের জোর দেখানোর হুংকার দেন। মমতা শুভেন্দুকে নিশানা করে বলেন, নির্বাচনের সময় দেখবেন, কাউকে ৫০০ টাকা, কাউকে ১,০০০ টাকা দিচ্ছে। গদ্দারদের অনেক টাকা তো। করে খেয়েছে, আমি বুঝতে পারিনি। আমি একটা বড় গাধা জানেন তো। আমি নিজে নিজেকে গাধা বলছি, কারণ আমি বুঝতে পারিনি যে এঁদের এত গুণ। লুঠ-দাঙ্গা-মানুষ - ওঁদের এত গুণ আমি জানতাম না। এত টাকা করেছে যে সেই টাকা বাঁচানোর জন্য পালিয়েছে। এছাড়া মমতা বলেন, খেলতে হবে, লড়তে হবে, জিততে হবে। তবে যারা যারা ভাবছে, একটা পা তো ভাঙা। আরেকটা পায়ে কী করব? তাদের বলছি, এক পায়ে আমি এমন শট মারব না, যে একেবারে বোল্ড আউট হয়ে বাংলা থেকে বেরিয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct