জুলফিকার মোল্যা, হাসনাবাদ: গাঁদা ফুল,জবা ফুল, গাজর, বিট, পালন শাক, লাল শাক ইত্যাদি নিয়ে একে একে বিদ্যালয়ে প্রবেশ করছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। রমন দৃশ্য দেখে হঠাৎই মনে হতে পারে কোন পূজো-অর্চনার জন্য এই আয়োজন। না তবে এ-কোনো পুজো নয়। জানা যায় তারা ভেষজ আবির তৈরির ব্যবস্থা করেছে। আর কয়েকদিন পরেই দোল উৎসব। বিভিন্ন রং ও আবির নিয়ে দোকান গুলোতে সাজো সাজো রব। কিন্তু তা তো সবই কেমিক্যাল যুক্ত রং বা আবির। তাই দোলের আগে ভেষজ আবির তৈরির কর্মশালা করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের টাকি বিজ্ঞান চক্র। টাকি বিজ্ঞান চক্রের উদ্যোগে ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় টাকি ষষ্ঠীবর লালমাধব বালিকা বিদ্যালয়ে টাকি হাসনাবাদের মহিলা বিজ্ঞান কর্মীদের দ্বারাই এই কর্মযজ্ঞ। বিজ্ঞান কর্মীদের পাশাপাশি সামিল হয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও। প্রায় ৫৫ জন অংশগ্রহণ করে এই কর্মশালাতে। বিজ্ঞান কর্মী সূর্যশিখা বৈদ্য হাতে কলমে শেখান কিভাবে সহজেই খুব কম খরচে ভেষজ আবির তৈরি করা যায়। সূর্যশিখার সাথে হাত মেলালেন সবাই। প্রস্তুত হলো আবির। অগ্নিজিতা, তৃষা, স্বস্তিকা, প্রিতমরা হোলির আগেই একে ওপরকে আবির মাখিয়ে হোলির আনন্দে মেতে উঠলেন। ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সভাপতি পার্থ মুখার্জী বলেন, “শুধু কেমিক্যাল যুক্ত আবির ব্যবহার করবেন না। এটা বলেই বিজ্ঞান মঞ্চ চুপ করে থাকতে পারেনা, তাই বিকল্প ব্যবস্থা করতেই এই উদ্যোগ।” টাকি বিজ্ঞান চক্রের সভানেত্রী মনিষা মুখার্জী বলেন আমরা কিছুটা ভেষজ আবির আজ প্রস্তুত করেছি যা স্বল্প মূল্যে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি যারা আজ হাতে কলমে শিখলেন তারা সবাই নিজেরা বাড়িতে ভেষজ আবির প্রস্তুত করেই এই বছর হোলির আনন্দে মেতে উঠবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct