আনোয়ার হোসেন, পটাশপুর: বিভিন্ন জনসভায় বিজেপিকে বহিরাগত ও দাঙ্গাবাজের দর বলে আক্রমণ শানিয়ে আসছিলেন। এবার পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর খাসতালুকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলে বললেন, লুট-দাঙ্গা-মানুষ খুন, বিজেপির তিনটি গুণ। তবে, লুঠের হাত থেকে ইভিএম মেশিন বাাঁচাতে মমতা তার কর্মী সমর্থকদের প্রতি সতর্কবার্তা দেন। শুক্রবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরের সভায় মমতা বলেন, শুধু ইভিএম মেশিন নয়, নজর রাখতে হবে ভিভি প্যাডের দিকেও। কিন্তু ইভিএম কারচুপি যাতে না হয় সে ব্যাপারে বেশি সাবদান হওয়ার নির্দেশ দেন। কারণ, কেন্দ্রীয় বাহিনীর উপর তার তেমন আস্থা নেই। শুক্রবার তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে এক চিঠিতে প্রতিটি বুথে রাজ্য পুলিশ রাখার ব্যাপারে নিশ্চয়তা চেয়েছে। ফলে কেন্দ্রীয় বাহিনীর ওপর অনাস্থা প্রকাশ করে কর্মীদেরই ভোটের দিন ও তার পরে ভোটযন্ত্র পাহারা দেওয়ার দায়িত্ব নেওয়ার বার্তা দেন মমতা। এ প্রসঙ্গে মমতা বলেন, ইভিএম মেশিনের দিকে সতর্ক খেয়াল রাখতে হবে। ভোট শুরুর আগে মক পোলের পর সামান্যতম সন্দেহ হলে পুনরায় মক পোল করার কথা বলতে হবে। ভোটযন্ত্র মাঝপথে খারাপ বলা হলে কেউ যাতে বুথ ছেড়ে না যান সে ব্যাপারে সতর্ক করে দেন দলীয় কর্মী সমর্থকদের। আর ইভিএম খারাপ হলে তার পরিবর্তে নতুন ইভিএম দেওয়া হলৌ তা যেন যথাযথবাবে পরীক্ষা করে দেখা হয়। তবে ভোটের পর ইভিএম মেশিনের পাহারায় কেন্দ্রীয় বাহিনী থাকলেও তাদের নিজেদেরকে ভোটযন্ত্র পাহারা দিতে হবে।
অন্যদিকে বিজেপিকে ফের কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বললেন, ‘লুঠ-দাঙ্গা-মানুষ খুন - বিজেপির তিনটে গুণ।’ তিনি বলেন, ‘মনে রাখবেন দাঙ্গা করে, ওরা (বিজেপি) দুর্নীতি করে। মাগো, ৫০০ টাকা চুরি করলে ওটা চোখে দেখা যায়। আর লাখ-লাখ, কোটি-কোটি টাকা চুরি করলে ওটা চোখে দেখা যায় না। ওটা ভ্যানিশ হয়ে যায়।’
দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেকিয়ে দিতে তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের পরিণামের কথা স্মরণ করিয়ে দেন। সেই সঙ্গে কেন্দ্রের মোদি সরকারকে দুর্নীতির সরকার বলে অভিহিত করেন। মমতা বলেন, নরেন্দ্র মোদীর সরকার একটা অযোগ্য সরকার, একটা দুর্নীতির সরকার, একটা দাঙ্গাবাজ সরকার। তাই ওদের একটাও ভোট দেবেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct